আপনি শুনে অবশ্যই অবাক হবেন! হ্যা সত্যিই অবাক হবেন!৯ দিন নয় বরং ৯০দিনব্যাপী মাহফিল। সুবহানাল্লাহ!

হ্যা আপনি সত্যিই শুনেছেন।ইতিহাস নিজেই অবাক! কারন, এই প্রথম নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার শানে ৯০দিনব্যাপী মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। কোথায়? পবিত্র রাজারবাগ শরীফ। ঢাকাপবিত্র হাদীস শরীফ উনার মধ্যে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ মুবারক করেন- لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَلَدِهِ وَوَالِدِهِ وَالنَّاسِ أَجْمَعِينَ وفي رواية من ماله و نفسهঅর্থ: “কেউ ততক্ষণ পর্যন্ত মু’মিন হতে পারবেনা যতক্ষণ পর্যন্ত সে তার পিতা-মাতা, সন্তান সন্তুতি, এবং সমস্ত মানুষ অপেক্ষা হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বেশি মুহব্বত না করবে। অন্য বর্ননায় এসেছে, তার ধন সম্পদ এবং জীবনের চাইতে বেশি মুহব্বত না করবে।”(বুখারী শরীফ ১/৭-কিতাবুল ঈমান- হাদীস নম্বর ১৪ এবং ১৫)Make financial and physical participation in the holy festival and achieve success in this world and the hereafter. Bikash number, 01718740741সম্মানিত প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক: মুজাদ্দিদে আ'যম, খলিফাতুল্লাহ, হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ।যোগাযোগের ঠিকানা: ৫/১ আউটার সারকুলার রোড, রাজারবাগ শরীফ, ঢাকা -১২১৭ ।#90DaysMahfilsm40.com

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট