সাওয়ীক্বঃ এক কাপ সাওয়ীক্ব, সারা দিনের সজীবতা



🖊 নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উম্মুল মু'মিনীন সাইয়্যিদাতুনা আল ‘
আশিরাহ আলাইহাস সালাম উনার নিসবতে আযীম শরীফে ওলীমা মুবারক করেছিলেন খুরমা ও ছাতু সহযােগে। সুবহানাল্লাহ। (আবু দাউদ শরীফ, তিরমিযী শরীফ, ইবনে মাজাহ শরীফ)

✅ কেন সাওয়ীক্ব খাবেন?
================
শারীরিক দুর্বলতা কাটায়

রােগ প্রতিরােধ ক্ষমতা বাড়ে

দ্রুত ক্ষত আরােগ্য হয়

ভিটামিন ও খনিজ পদার্থ

বিভিন্ন পরিপােষক (নিউট্রিয়েন্ট) উপাদানের সমন্বয়

সকল বয়সের উপযােগী

ডায়াবেটিস রোগীরাও খেতে পারে।

১৯টির বেশি উপাদানের সমন্বয়ে তৈরি সুন্নতী সাওয়ীক্ব (এনার্জি ফুড)

অনেক শক্তিবর্ধক

✅উপাদানসমূহ: বিশেষভাবে প্রস্তুতকৃত এ খাবারে রয়েছে ১৯টিরও বেশি পুষ্টিকর উপাদান। 
যেমন- যব, গম, ভুট্টা, আখরােট, পেস্তা বাদাম, কাঠ বাদাম, কাজু বাদাম, খুরমা, কালােজিরা, ছােলা, তিল, সয়া, ডাবলি, শুকনাে নারকেল, এলাচ, সুক্রোজ ইত্যাদি।

✅খাওয়ার নিয়মঃ
--------------------
এক কাপ গরম পানির সাথে এক চামচ মিশিয়ে খেতে পারেন।

আপনার সুন্নতী পণ্য সামগ্রী আজই সংগ্রহ করুন। 
যোগাযোগের ঠিকানাঃ
আন্তর্জাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্র।
৫/১ আউটার সার্কুলার রোড রাজারবাগ শরীফ, ঢাকা।
যোগাযোগ নাম্বার:
☎️+8801782 255 244
🌐ভিজিট করুন: https://sunnat.info

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট