মহান আল্লাহ পাক তিনি পবিত্র হাদীছে কুদসী শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, ‘হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম; তবে আসমান-যমীন, লওহ-কলম কোনো কিছুই সৃষ্টি করতাম না।’ সুবহানাল্লাহ!
মুসলিম ও অমুসলিম সমস্ত দেশের সরকারের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুবারক নছীহত হচ্ছে- পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার পবিত্র মাস; সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূর, শাহরুল আ’যম পবিত্র মাহে রবীউল আউওয়াল শরীফ; যা আসতে আর মাত্র ২৭ দিন বাকি, উনার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন, তাযীম করা, তাক্বরীম করা এবং যথাযথ মর্যাদার সাথে উদযাপনের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ!
এ মহাপবিত্র মাসের সম্মানার্থে খুশি প্রকাশ করুন পবিত্র সুন্নত মুবারক পালনের মাধ্যমে।
পবিত্র সুন্নত মুবারক সম্পর্কে জানতে এবং সুন্নতী বিষয়সমূহ সংগ্রহ করতে ভিজিট করুন:
https://sunnat.info
https://fb.com/ispc12
মুসলিম দেশসহ বিশ্বের সমস্ত সরকারের জন্য ফরয হচ্ছে, এখন থেকেই সরকারিভাবে উক্ত মহাপবিত্র মাস উনার মর্যাদা-মর্তবা সম্পর্কে দেশবাসীকে সম্যক অবগত করিয়ে সাধ্য-সামর্থ্য অনুযায়ী খুশি প্রকাশ করা ও করানোর সঠিক ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি সরকারিভাবে মহাসমারোহে ‘পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ’ পালনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা, সর্বোচ্চ বাজেট বরাদ্দ করা ও পর্যাপ্ত ছুটির ব্যবস্থা করা এবং ব্যক্তিগতভাবে এজন্য সর্বোচ্চ খুশি প্রকাশের আয়োজন করা।