মহাপবিত্র, মহাসম্মানিত শাহরুল আ’যম শরীফ (রবিউল আউওয়াল শরীফ) মাস আসতে আর মাত্র ২৭ দিন বাকী।


মহান আল্লাহ পাক তিনি পবিত্র হাদীছে কুদসী শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, ‘হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম; তবে আসমান-যমীন, লওহ-কলম কোনো কিছুই সৃষ্টি করতাম না।’ সুবহানাল্লাহ!
মুসলিম ও অমুসলিম সমস্ত দেশের সরকারের প্রতি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুবারক নছীহত হচ্ছে- পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম অর্থাৎ পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ উনার পবিত্র মাস; সাইয়্যিদুল আসইয়াদ, সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহূর, শাহরুল আ’যম পবিত্র মাহে রবীউল আউওয়াল শরীফ; যা আসতে আর মাত্র ২৭ দিন বাকি, উনার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন, তাযীম করা, তাক্বরীম করা এবং যথাযথ মর্যাদার সাথে উদযাপনের ব্যবস্থা করা। সুবহানাল্লাহ!
এ মহাপবিত্র মাসের সম্মানার্থে খুশি প্রকাশ করুন পবিত্র সুন্নত মুবারক পালনের মাধ্যমে।
পবিত্র সুন্নত মুবারক সম্পর্কে জানতে এবং সুন্নতী বিষয়সমূহ সংগ্রহ করতে ভিজিট করুন:
https://sunnat.info
https://fb.com/ispc12
 মুসলিম দেশসহ বিশ্বের সমস্ত সরকারের জন্য ফরয হচ্ছে, এখন থেকেই সরকারিভাবে উক্ত মহাপবিত্র মাস উনার মর্যাদা-মর্তবা সম্পর্কে দেশবাসীকে সম্যক অবগত করিয়ে সাধ্য-সামর্থ্য অনুযায়ী খুশি প্রকাশ করা ও করানোর সঠিক ব্যবস্থা গ্রহণ করা। পাশাপাশি সরকারিভাবে মহাসমারোহে ‘পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ’ পালনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করা, সর্বোচ্চ বাজেট বরাদ্দ করা ও পর্যাপ্ত ছুটির ব্যবস্থা করা এবং ব্যক্তিগতভাবে এজন্য সর্বোচ্চ খুশি প্রকাশের আয়োজন করা।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট