হাদীছ শরীফ উনার বিরুদ্ধাচারন করে মসজিদে সিসি ক্যামেরা স্থাপন!


নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি একদিন পবিত্র খুতবা মুবারক দেয়ার উদ্দেশ্যে দাঁড়ালেন এবং ইরশাদ মুবারক করলেন, তোমাদের মধ্যে কেউ কি গদীতে হেলান দিয়ে বসে এই ধারণা করে যে, মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে যা কিছু হারাম করেছেন তা ব্যতীত অন্য কিছু হারাম নয়?  তোমরা সকলেই সাবধান হয়ে যাও। মহান আল্লাহ পাক উনার কসম! নিশ্চয়ই আমি তোমাদেরকে অনেক আদেশ-নিষেধ মুবারক করেছি, আমার সেই আদেশ-নিষেধ মুবারকগুলি পবিত্র কুরআন শরীফ উনার অনুরূপ বরং ক্ষেত্র বিশেষে অধিক গুরুত্বপূর্ণ। (আবূ দাউদ শরীফ, মিশকাত শরীফ)

অসংখ্য পবিত্র হাদীছ শরীফ উনাদের মধ্যে প্রাণীর ছবি তোলা, আঁকা এবং রাখাকে হারাম, নাজায়িয এবং জাহান্নামী হওয়ার কারণ বলা হয়েছে।

পবিত্র মসজিদে সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে মুছল্লিদের অসংখ্য ছবি তোলা হচ্ছে। যেটা সম্পূর্ণ হারাম, নজায়িয কঠিন কবীরা গুনাহের কারণ এবং পবিত্র হাদীছ শরীফ উনার বিরুদ্ধাচারন আর হারামকে হালাল জানা কাট্টা কুফরী হচ্ছে।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট