করোনা গজবে ইতালিতে প্রতি ২ মিনিটে ১ মৃত্যু, নতুন মৃত্যুকূপ স্পেন-ব্রিটেনে সুনামির মতো বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

করোনা গজবে পড়ে ইউরোপের দেশ ইতালি ধ্বংস হচ্ছে। দেশটিতে প্রতি দুই মিনিটে একজন করে মারা যাচ্ছে। গত শনিবার কোভিড-১৯ রোগে আক্রান্তে হয়ে ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা বেড়ে যাওয়ার ভয়াবহ দৃষ্টান্ত হচ্ছে এই সংখ্যা। এতে গড়ে প্রতি ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু হচ্ছে। ইতালিতে গত শনিবার পর্যন্ত সর্বমোট ৫৩ হাজার ৫৭৮ জন আক্রান্ত হয়েছে।
স্পেনে গত ২৪ ঘণ্টায় মহাগজব করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ৩৯৪ এবং নতুন করে আক্রান্ত হয়েছে কমপক্ষে ৩ হাজার ৬৪৬ জন। ইতালির পর করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত এবং প্রাণহানি এখন স্পেনে। ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, গত শনিবার দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৯২৬ জন থাকলেও একদিনে তা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৭২ জনে।
এদিকে, ব্রিটেনেও সুনামির মতো বাড়ছে কোভিড-১৯ রোগীর সংখ্যা। কোভিড-১৯ আক্রান্ত হয়েছে প্রায় ১৮৮টি দেশ। রোজ যে হারে মৃত্যু মিছিল বাড়ছে, তা শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, তা ভেবে সন্দিহান ইতালি সরকার। ইউরোপের এই দেশটির ভয়াবহ অবস্থা দেখে, বাকি বিশ্বও আতঙ্কিত। আমেরিকার ক্যালিফর্নিয়া প্রদেশ পুরোপুরি তালাবন্দি করে ফেলার কথা ঘোষণা করেছে দেশটির সরকার। আগামী দু’তিন সপ্তাহে চিকিৎসা সরঞ্জাম ঘাটতি আশঙ্কা তৈরি হয়েছে নিউইয়র্কে।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট