মরার উপর খাঁড়ার ঘা’, ইতালি ও ক্রোয়েশিয়ায় বড় ধরণের ভূমিকম্প

ইতালির সিসিলি দ্বীপের এটনায় ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির কাতানিয়া থেকে মেসিনা পর্যন্ত এ ভূমিকম্প অনুভূত হয়। গতকাল রোববার সকালে দুইবার ইউরোপ কেঁপে উঠল। প্রথমটি ২.৬ ও দ্বিতীয়টি ১১.৩২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। করোনাভাইরাসে সংকটময় সময় পার করছে ইতালি। এই সময় ভূমিকম্প এ যেন মরার উপর খাঁড়ার ঘা। ইতোমধ্যে করোনায় দেশটির জনগণ আতঙ্কিত সেখানে প্রাকৃতিক দুর্যোগে দেশটির জনগণকে নতুনভাবে ভাবিয়ে তুলল।
এদিকে ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেভে পাঁচ দশমিক তিন মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ব্যাপক হতাহত হয়েছে। গতকাল স্থানীয় সময় সকাল সাড়ে ছয়টার দিকে ক্রোয়েশিয়া বাদেও হাঙ্গেরি, অস্ট্রিয়া এবং স্লোভেনিয়াসহ বেশ কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভূ-কম্পন অনুভূত হয়।
ক্রোয়েশিয়ার আবহাওয়া অফিস জানিয়েছে, ভূ-কম্পনে বেশ কিছু জায়গায় ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। অনেক ভবনে ফাঁটল দেখা দিয়েছে। একই সঙ্গে দেয়াল ধস ও যানবাহনের ক্ষয়-ক্ষতি হয়েছে। এ ছাড়া জাগরেবের ক্যাথেড্রালের দুইটি চূড়াও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ভূমিকম্পের ফলে ক্রোয়েশিয়ার বিভিন্ন স্থানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ৫.৪ মাত্রার এ ভূকম্পনের পাশাপাশি ক্রোয়েশিয়ায় মৃদুমানের আরও দুইটি ভূ-কম্পন অনুভূত হয়েছে। এ ভূমিকম্পের ফলে ক্রোয়েশিয়াসহ পার্শ্ববর্তী রাষ্ট্র যেমন- স্লোভেনিয়া, অস্ট্রিয়া, হাঙ্গেরি, সার্বিয়ায় আতঙ্ক বিরাজ করছে।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট