পবিত্র মীলাদ শরীফ পাঠ করার সুন্নতী তরতীব

#.মীলাদ শরীফ

পাক-পবিত্র স্থানে পবিত্র মীলাদ শরীফ মাহফিলের আয়োজন করতে হবে এবং সে জায়গাটি সুগন্ধি তথা আগর বাতিআতর ও গোলাপের পানি দ্বারা খোশবুযুক্ত করে নিতে হবে। উপস্থিত শ্রোতাম-লী চুপ করে আলিম ছাহেব অর্থাৎ পবিত্র মীলাদ শরীফ পরিচালনাকারী যা পাঠ করবেন তা গভীর মনোযোগের সাথে শ্রবণ করতে থাকবেন। আর যেখানে সকলেই সম্মিলিতভাবে পাঠ করা প্রয়োজন সেখানে সম্মিলিতভাবে পাঠ করবেন। পবিত্র ক্বিয়াম শরীফ করার সময় আদবের সঙ্গে দাঁড়িয়ে পবিত্র ক্বিয়াম শরীফ করবেন।

اَعُوْذُ بِاللهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ.

উচ্চারণঃ আউযু বিল্লাহিমিনাশ শায়তানির রযীম।

অর্থ : মহান আল্লাহ পাক উনার নিকট আমি আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তান থেকে।

بِسْمِ اللهِ الرَّحْـمَنِ الرَّحِيْمِ.

উচ্চারণঃ বিসমিল্লাহির রাহমানির রহীম।

অর্থ : মহান আল্লাহ পাক উনার নাম মুবারক স্মরণ করে শুরু করছি যিনি পরম দয়ালুকরুণাময়। 

يَا أَيُّهَا النَّاسُ قَدْ جَاءَتْكُم مَّوْعِظَةٌ مِّن رَّبِّكُمْ وَشِفَاءٌ لِّمَا فِي الصُّدُورِ وَهُدًى وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَٰلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِّمَّا يَجْمَعُونَ

উচ্চারণঃ ইয়া আইয়্যুহান্না-ছুকাদ জা-আতকুম মাওইজাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউল লিমাফিস সুদূরি ওয়া হুদাওঁ ওয়া রাহমাতুল্লিল মুমিনিন। কূল বি ফাদলিল্লা-হি ওয়া বি রাহমাতিহী ফাবিযা-লিকা ফালইয়াফরাহূ হুওয়া খাইরূম মিম্মা ইয়াজমাঊন।

অর্থ: “হে মানবজাতি! অবশ্যই মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে তোমাদের নিকট এসেছেন নসিহতকারীঅন্তরের পরিশুদ্ধতাদানকারীহিদায়েত দানকারী ও ঈমানদারদের জন্য রহমত দানকারী।
হে রাসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিনতারা যে মহান আল্লাহ তায়ালার পক্ষ হতে ‘ফযল ও রহমত’ পেয়েছে সে জন্য তারা যেনো খুশি প্রকাশ করে। নিশ্চয় তাদের এ খুশি প্রকাশ করাটা তাদের সমস্ত সঞ্চয়ের থেকে উত্তম।
(সূরা ইউনুস শরীফ : ৫৭-৫৮)

لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِّنْ أَنفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُم بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَّحِيمٌ
 فَإِن تَوَلَّوْا فَقُلْ حَسْبِيَ اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۖ عَلَيْهِ تَوَكَّلْتُ ۖ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণঃ লাকাদ জা'আকুম রসূলুম মিন আনফুসিকুম আযীযুন আলাইহি মা আনিত্তুম হারীছুন আলাইকুম বিল মু'মিনিনা রউফুর রহীম ফাইন তাওয়াল্লাও ফাক্বুল হাসবি আল্লাহু লাইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াককালতু , ওহুয়া রব্বুল আরশীল আযীম

অর্থ : “তোমাদের কাছে তোমাদের জন্য একজন রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তাশরীফ মুবারক এনেছেনতোমাদের দুঃখ-কষ্ট উনার কাছে বেদনাদায়কউনি তোমাদের ভালাই চানমু’মিনদের প্রতি স্নেহশীলদয়াময়। এরপরেও যদি তারা বিমুখ হয়ে থাকেতবে বলে দিনমহান আল্লাহ পাক তিনিই আমার জন্য যথেষ্টতিনি ছাড়া কোন ইলাহ (উপাস্য) নেই। আমি উনার উপরই ভরসা করি এবং উনিই সুমহান আরশে পাক উনার অধিপতি।” (পবিত্র সূরা তওবা শরীফ : পবিত্র আয়াত শরীফ ১২৮-১২৯)

مَّا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَٰكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ ۗ وَكَانَ اللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمًا  

উচ্চারণঃ মা কানা মুহম্মাদুন আবা আহাদীম মির রীজালিকুম ওলাকির রসূল্লাল্লাহি ওয়া খতামান নাব্যিয়িন ওয়া কা'নাল্লাহু বিকুল্লি শাইয়্যিন আলীমা

অর্থ : “সাইয়্যিদুল মুরসালীনইমামুল মুরসালীনখাতামুন নাবিয়্যীননূরে মুজাসসামহাবীবুল্লাহহুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তোমাদের কোন পুরুষের (প্রাপ্ত বয়স্ক ব্যক্তির) পিতা ননবরং তিনি মহান আল্লাহ পাক উনার রসূল এবং সর্বশেষ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মহান আল্লাহ পাক তিনি প্রত্যেক বিষয়েই জানেন।” (পবিত্র সূরা আহযাব শরীফ : পবিত্র আয়াত শরীফ ৪০)

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ ۚ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

বাংলা উচ্চারণঃ ইন্নাল্লাহা ওয়া মালা'ইকাতাহু ইয়ুছল্লুনা আলান নাবিয়্যি ইয়াআইয়্যুহাল্লাযীনা আমানু ছল্লু আলাইহি ওয়া সাল্লীমু তাসলীমা 

অর্থ : “নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি এবং উনার হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা নূরে মুজাসসামহাবীবুল্লাহহুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ তথা পবিত্র দুরূদ শরীফ পাঠ করেন। হে মু’মিনগণ! তোমরাও নূরে মুজাসসামহাবীবুল্লাহহুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ তথা পবিত্র দুরূদ শরীফ পাঠ করো এবং পবিত্র সালাম শরীফ পেশ করো পেশ করার মত।” (পবিত্র সূরা আহযাব শরীফ : পবিত্র আয়াত শরীফ ৫৬)


তারপর সবাই মিলে অত্যন্ত মুহব্বতের সাথে নিম্নোক্ত পবিত্র ছলাত শরীফ বা পবিত্র দুরূদ শরীফ পাঠ করবেন। আর যিনি পবিত্র মীলাদ শরীফ পাঠ করবেন তিনি পবিত্র দুরূদ শরীফ উনার ফাঁকে ফাঁকে নিম্নোক্ত পবিত্র ক্বাছীদা শরীফসমূহ থেকে প্রয়োজন অনুপাতে ২৫ বা ৭টি অর্থাৎ বেজোড় সংখ্যক পবিত্র ক্বাছীদা শরীফ পাঠ করবেন-

اَللّٰهُمَّ صَلّ عَلٰى سَيِّدِنَا مَوْلٰناَ رَسُوْل ِاللهِ
وَعَلى اٰلِ سَيِّدِنَا مَوْلٰناَ حَبِيْبِ اللهِ.

উচ্চারণঃ
আল্লাহুম্মা ছল্লীআলাসাইয়্যিদিনা মাওলানা রাসুলিল্লাহ 
ওয়া আ'লা আলি সাইয়্যিদিনা মাওলানা হাবিবিল্লাহ

#পবিত্র ক্বাছীদা শরীফ (ছলাত)

শত কোটি ছলাত জানাইযিনি হলেন সৃষ্টির মূল,
উনার শানে পড়েন দুরূদমহান আল্লাহ পাক তিনি ও উনার ফেরেশতা কুল।

এমন নবীজি উনার উম্মত মোরাউনার যে নাই তুলনা!
উনার শানে পড়েন দুরূদস্বয়ং মহান আল্লাহ রব্বুনা।

নবীজি নবীজি বলে কতউম্মত কেঁদে জারে জার,
দীদার চাহি ইয়া নবীজিজানাই ক্বদমে এই আবদার।

আল্লাহ পাক আপনি দয়া করেদেখান সোনার মদীনা,
নবীজি উনাকে না দেখিয়েকবরেতে নিয়েন না।

দয়ার সাগর আপনি নবীজি! দয়া করেন মোদেরে,
দয়া করে দিবেন দীদারঘোর অন্ধকার কবরে।

আপনি নবীজি রোজ হাশরেযার উপর করবেন দয়া,
সেতো নাজাত পেয়ে যাবেছল্লু আ’লা রসূলিল্লাহ!

নবীজি উনার শানে দুরূদআদবে পড়ুন বসিয়া,
নবীজি উনার শানে সালাম আদবেপড়ুন দাঁড়াইয়া।

উম্মু রসূলিনা আলাইহাস সালামউনার জিসিম মুবারক হতে,
কুদরতের-ই কামিল তারতীবেনবীজি তাশরীফ নেন ভবেতে!

লক্ষ কোটি ছলাত জানাইইয়া নবীজি আপনায়
দয়া করে রোজ হাশরেপার করবেন আপন করুনায়।

কুল কায়িনাত সবাই বলেআজ আমাদের খুশির দিন!
ধরার বুকে তাশরীফ মুবারক নিলেনরহমাতুল্লিল আলামীন।

জগত মাঝে নবীজি উনারসুন্নত যারা মানে না,
রোজ হাশরে নবীজি উনারসুপারিশ তারা পাবে না।

আসমানেতে ফেরেশতা উনারাকাতারে কাতারে খাড়া,
পড়ছেন উনারা ছল্লু আলামারহাবা ইয়া হাবীবাল্লাহ!

যে দেখেছে দু’নয়নেরূপটি আপনার এ ভূবনে,
সাফল্য উনার এ জীবনে- ছল্লু ‘আলা রসূলিল্লাহ!

অতঃপর যিনি পবিত্র মীলাদ শরীফ পাঠ করবেন তিনি নিম্নোক্ত ‘তাওয়াল্লুদ শরীফ’ পাঠ করবেন-

# পবিত্র তাওয়াল্লুদ শরীফ

نَـحْمَدُه وَ نُصَلّىْ وَنُسَلّمُ عَلـٰى رَسُوْلِهِ الْكَرِيْـمِ وَ اٰلِه وَ اَصْـحَابِه اَجْـمَعِيْنَ.
بِسْمِ اللهِ الرَّحْـمَنِ الرَّحِيْمِ.

وَلَـمَّا تَـمَّ مِنْ حَـمْلِه صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سِتَّةُ اَشْهُرٍ عَلٰى مَشْهُوْرِ الْاَقْوَالِ الْـمَرْوِيَّةِ، تُوُفّـىَ بِالْـمَدِيْنَةِ الْـمُنَوَّرَةِ الشَّرِيْفَةِ حَضْرَتْ ذَبِيْحُ اللهِ الْمُكَرَّمُ اَبُوْهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَكَانَ قَدِ اجْتَازَ بِاَخْوَالِه بَنِىْ عَدِىّ مّنَ الطَّائِفَةِ النَّجَّارِيَّةِ، وَمَكَثَ فِيْهِمْ شَهْرًا سَقِيْمًا يُّعَانُوْنَ سُقْمَه وَشَكْوَاهُ، وَلَـمَّا تَـمَّ مِنْ حَـمْلِه صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى الرَّاجِحِ تِسْعَةُ اَشْهُرٍ قَمَرِيَّةٍ، وَاٰنَ لِلزَّمَانِ اَنْ يَّنْجَلِىَ عَنْهُ صَدَاهُ، حَضَرَتْ سَيّدَةَ نِسَاءِ الْعَالَمِيْنَ اُمَّه صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةَ مَوْلِدِه حَضْرَتْ اُمُّ الْبَشَرِ عَلَيْهَا السَّلَامُ وَ حَضْرَتْ اُمُّ ذَبِيْحِ اللهِ الْاُوْلٰى وَ الثَّانِيَةُ عَلَيْـهِمَا السَّلَامُ وَ حَضْرَتْ رَبَّةُ كَلِيْـمِ اللهِ عَلَيْـهَا السَّلَامُ وَ حَضْرَتْ اُمُّ رُ‌وْحِ اللهِ عَلَيْـهَا السَّلَامُ فِىْ نِسْوَةٍ مّنَ الْـحَظِيْرَةِ الْقُدْسِيَّةِ، وَاَخَذَهَا الْمَخَاضُ فَوَلَـدَتْهُ سَيّدَ الْمُرْسَلِيْنَ اِمَامَ الْمُرْسَلِيْنَ خَاتَـمَ النَّبِيّنَ وَالنُّوْرَ الْمُجَسَّمَ حَبِيْبَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ نُوْرًا يَّـتَلَاْ لَاُسِنَاهُ.

পবিত্র তাওয়াল্লুদ শরীফ উনার বাংলা উচ্চারণঃ
না‏‏হ্মাদুহূ ওয়া নুছাল্লী ওয়া নুসাল্লিমু আলা রসূলিহিল কারীম ওয়া ‘আলা আলিহী ওয়া আছ্হাবিহী আজমা‘য়ীন
বিসমিল্লাহির রহমানির রহীম।ওয়া লাম্মা তাম্মা মিন হামলিহী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা সিত্তাতু আশহূরিন আলা মাশহুরিল আক্বওয়ালিল মারবিয়্যাহ। তুউফফিয়া বিল মাদীনাতিল মুনাওওয়ারাতিশ শারীফাতি হাদ্বারাত যাবিহুল্লাহিল মুকাররম আবুহু ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ওয়া কানা কাদিজতাযা বি আখওয়ালিহী বানী আদিয়্যিম মিনাত ত্বায়িফাতিন নাজ্জারিয়্যাহ। ওয়া মাকাছা ফীহিম শাহরাং সাক্বীমাইঁ ইউয়াানূনা সুক্বমাহূ ওয়া শাকওয়াহ।
ওয়া লাম্মা তাম্মা মিন হামলিহী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলার রাজিহি তিসয়াতু আশহূরিং ক্বমারিয়্যাহ। ওয়া আনা লিয যামানি আইঁ ইয়াংজালিয়া আনহু ছদাহ। হাদ্বারাত সাইয়্যিদাতা নিসায়িল আলামীনা উম্মাহূ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা লাইলাতা মাওলিদিহী হাদ্বরাত উম্মুল বাশারি আলাইহাস সালাম ওয়া হাদ্বরাত উম্মু যাবীহিল্লাহিল ঊলা ওয়াছ ছানিয়াতু আলাইহিমাস সালাম ওয়া হাদ্বরাত রব্বাতু কালীমিল্লাহি আলাইহাস সালাম ওয়া হাদ্বরাত উম্মু রূহিল্লাহি আলাইহাস সালাম ফী নিসওয়াতিম মিনাল হাযীরাতিল কুদসিয়্যাহ। ওয়া আখাযাহাল মাখাদ্ব ফাওয়ালাদাতহু সাইয়্যিদাল মুরসালীন ইমামাল মুরসালীন খাতামান নাবিয়্যীন ওয়ান নূরাল মুজাসসাম হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূরাইঁ ইয়াতালা’লা উসিনাহ।
পবিত্র তাওয়াল্লুদ শরীফ উনার শব্দগতভাবে অনুবাদঃ

و আরএবং لـما যখন تـم পূর্ণ হলো من হতেথেকে حمل বহন করারেহেম শরীফ-এ ধারণ করা ـه উনাকেউনারউনিতিনিصلى পবিত্র ছলাত শরীফ পড়েনপবিত্র দুরূদ শরীফ পড়েন الله মহান আল্লাহ পাক তিনি على উপরেপ্রতি ـه উনার و এবং سلم পবিত্র সালাম শরীফ পাঠ করেন ستة ছয় اشهر মাস على উপরেশর্তেপ্রতি مشهور সুপ্রসিদ্ধঅধিক প্রসিদ্ধপ্রসিদ্ধ الاقوال মতসমূহকথাসমূহবক্তব্যসমূহবাণীসমূহ الـمروية বর্ণিতবর্ণনাযা বর্ণনা করা হয়েছে توفى ওফাত হয়েছেবিছাল হয়েছেب দিয়েদ্বারামধ্যে الـمدينة সম্মানিত মদীনা শরীফالـمنورة যা আলোকিতনূরান্বিতআলোকময় الشريفة যা সম্মানিতযা পবিত্রতমশরীফ حَضْرَتْ সম্মানিতমহানজনাবমাননীয় ذَبِيْحُ কবুলকৃত কুরবানীকুরবানীকৃতযবীহকৃতযবীহজবাইকৃতউৎসর্গকৃতনিবেদিত প্রাণ اللهِ মহান আল্লাহ পাক (মহান আল্লাহ পাক উনার) الْـمُكَرَّمُ মহাসম্মানিতমহান ইয্যত প্রাপ্তاَبُوْ আব্বাআব্বাজানপিতাপিতাজানবাবাবাবাজানە উনাকেউনারউনিতিনিصَلَّى পবিত্র ছলাত শরীফ পড়েনপবিত্র দুরূদ শরীফ পড়েন اللهُ মহান আল্লাহ পাক عَلى উপরেপ্রতি ـه উনার و এবং سلم পবিত্র সালাম শরীফ পাঠ করে (নূরে মুজাসসামহাবীবুল্লাহহুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত আব্বাজান হচ্ছেন হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম) و এবং كان ছিলেনহলেন قد অতি সত্বরঅতি শীঘ্রই اجتاز পারাপার হয়েছিলেনগিয়েছিলেনচলে যান ب সাথেমাঝেমধ্যেদ্বারাদিয়ে اخوال মামাগণ ە উনার بنى বংশধরগণসন্তানগণজাতি عدى আদি (বংশের নাম) من হতেথেকে الطائفة গোত্রদলসম্প্রদায় النـجارية নাজ্জারীয় (গোত্রের নাম) و এবংআর مكث অবস্থান করেন في মধ্যেমাঝে هم উনাদের (মামাগণ উনাদের) شهرا একমাস سقيما অসুস্থ অবস্থায় يعانون উনারা খিদমত করেন এবং (চিকিৎসার জন্যسقم অসুখ ە উনার (হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম উনার) و এবংআর شكوا অসুস্থতার ە উনার। و অতঃপরএবংআর لـما যখন تـم পূর্ণ হলো من হতেথেকে حـمل বহন করারেহেম শরীফ-এ ধারণ করা ـه উনাকেউনারউনিতিনিصلى পবিত্র ছলাত শরীফ পড়েনপবিত্র দুরূদ শরীফ পড়েন الله মহান আল্লাহ পাক على উপরেপ্রতি ـه উনার و এবংআর سلم সালাম পাঠ করেন على উপরে الراجح তারজীহ তথা প্রাধান্য (মতে) تسعة নয়اشهر মাসসমূহقمرية চন্দ্রচাঁদের و অতঃপরএবংআর ان নিকটবর্তী হলোপ্রকাশ পেল ل জন্য الزمان সময়কাল ان যেযা ينجلى আলোকউজ্জ্বল হওয়াযা উজ্জ্বল করাযা ঝলমল করাউনার উজ্জ্বলতা عن থেকেহতে ـه উনার صدا জিসিমশরীরঅবয়বদেহ ه উনার حضرت উপস্থিত হলেন سيدة সাইয়্যিদাহসর্বশ্রেষ্ঠা نساء মহিলাগণনারীগণ العالـمين সমস্ত আলমেরসমস্ত সৃষ্টিকুলেরসমস্ত পৃথিবীরসমস্ত কায়িনাতেরসমস্ত দুনিয়ার ام আম্মাজানমামাতা ـه উনার صلى পবিত্র ছলাত শরীফ পড়েনপবিত্র দুরূদ শরীফ পড়েন الله মহান আল্লাহ পাক على উপরেপ্রতি ـه উনার و এবং سلم পবিত্র সালাম শরীফ পাঠ করেন ليلة রাত্রিরাতরজনী مولد বিলাদতী শান মুবারক প্রকাশের সময়ه উনার حضرت সম্মানিতসম্মানিতামহানজনাবমাননীয়মাননীয়াহযরত ام মামাতাআম্মাজানজননীআদিআছলমূলউৎ البشر মানুষমনুষ্যমানবজাতিত্বকচামড়াছালদেহের উপরিভাগসমগ্র মানবজাতি البشر ام বলতে এক কথায় সমস্ত মানবজাতীর যিনি আদি মাতা আলাইহাস সালাম উনাকে বুঝানো হয়েছে على উপরেপ্রতি ـها উনার السلام সালামশান্তিরহমত وَ এবংআর حضرة সম্মানিতসম্মানিতামহানজনাবমাননীয়মাননীয়াহযরত ام মামাতাআম্মাজনজননীআদিআছলমূল ذبيح যবেহকৃতকুরবানীকৃতকুরবানীকবুলকৃতযবীহউৎসর্গকৃত প্রাণযবাইকৃত اللهِ মহান আল্লাহ পাক (উনার জন্য)الاولـى সর্বপ্রথমাসর্বপ্রধানশুরুআদিমূলমৌলমৌলিক وَএবংআর الثَّانِيَةُ দ্বিতীয়াপুনরায়দ্বিতীয়বারআবার على উপরেপ্রতি ـهما উনাদের উভয়ের السلام সালামশান্তিরহমত وَ এবং حضرت সম্মানিতসম্মানিতামহানজনাবমাননীয়মাননীয়াহযরত ربة অভিভাবিকালালন-পালনকারিনীপ্রতিপালিকাপ্রতিপালনকারিনী كليم যিনি কথা বলেনআর الله كليم এই যৌগিক শব্দ মুবারক খানা উনার অর্থ হচ্ছে- যিনি মহান আল্লাহ পাক উনার সাথে কথা বলেনযা হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার খাছ লক্বব মুবারক على উপরেপ্রতি ـها উনার السلام সালামশান্তিরহমত و এবংআর حضرت সম্মানিতসম্মানিতামহানজনাবমাননীয়মাননীয়াহযরত ام মামাতাআম্মাজানজননীআদিআছলমূল حضرت সম্মানিতমহানজনাবমাননীয় رُوْحِ ওহীপ্রত্যাদেশদয়াইহসানঅনুকম্পাঅনুগ্রহপবিত্রপবিত্র আত্মামহান আত্মানির্যাসসারাংশঅন্তরপবিত্র প্রাণযানজীবনী শক্তি আর اللهِ رُوْحِ এই যৌগিক শব্দ মুবারক খানা উনার অর্থ হচ্ছে মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে প্রেরিত মহান অনুগ্রহ বা পবিত্র আত্মাযা হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম উনার খাছ লক্বব মুবারকعلى উপরেপ্রতি ـها উনার السلام সালামশান্তিরহমত فى মধ্যেভিতরেমাঝেঅভ্যন্তরে نسوة মহিলাগণনারীগণ من হতেথেকে الـحظيرة জান্নাতের একটি বিশেষ স্থানবিশেষ কামরাবিশেষ কক্ষসংরক্ষিত স্থানখাঁচা القدسية পুণ্যশিলতাপবিত্রতাপবিত্রতমনিষ্কুলষিত و অতঃপরএবংআর اخذ পেয়ে বসলধারণ করলপ্রকাশ পেলها উনারউনাকেالـمخاض প্রসবলক্ষণপরিশ্রমমেহনতশ্রম ف অতঃপর সুতরাংঅতএব ولدت প্রসব করলেনবিলাদত ঘটালেনه উনারউনাকে سيد সাইয়্যিদসর্ব প্রধানপ্রধানসর্বশ্রেষ্ঠমালিকমহান মর্যাদাবান الـمرسلين প্রেরিত রসূলগণ (আলাইহিমুস সালাম উনাদের) امام ইমামসর্বশ্রেষ্ঠপ্রধানসর্বপ্রধান الـمرسلين প্রেরিত রসূলগণ (আলাইহিমুস সালাম উনাদের) خاتـم সর্বশেষশেষ النبيين নবীগণগাইবের সংবাদ পরিবেশনকারীগণ, (হযরত নবীগণ আলাইহিমুস সালাম) وَ এবংআর النور আলোময়আলো الـمجسم জিসিমশরীরদেহ حبيب হাবীবপ্রিয়বন্ধু الله মহান আল্লাহ পাক উনার صلى পবিত্র ছলাত শরীফ পড়েনপবিত্র দুরূদ শরীফ পড়েন الله মহান আল্লাহ পাক তিনি على উপরেপ্রতি ـه উনার و এবং سلم পবিত্র সালাম শরীফ পাঠ করেন نورا নূর হিসেবেআলো হিসেবেআলোআলোক উজ্জ্বল يتلا আলোক উজ্জ্বল হওয়াঝলমল করা ل অবশ্যইঅতিসত্বর اسنا আলোকিত হলেনদীপ্তমান হলেনআলোক উজ্জ্বল হলেন ه তিনিউনিউনার।


পবিত্র তাওয়াল্লুদ শরীফ উনার বাংলা অনুবাদঃ
মশহুর তথা অধিক প্রসিদ্ধ বর্ণনা মতেযখন সাইয়্যিদুল মুরসালীনইমামুল মুরসালীনখাতামুন নাবিয়্যীননূরে মুজাসসামহাবীবুল্লাহহুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিতা আম্মাজান আলাইহাস সালাম উনার পবিত্রতম খিদমত মুবারক শরীফ উনার মধ্যে অবস্থানকাল মুবারক ছয় মাস পূর্ণ হলোতখন উনার সম্মানিত পিতা হযরত যবীহুল্লাহ আলাইহিস সালাম তিনি মদীনা মুনাওওয়ারা শরীফ উনার মধ্যে পবিত্র বিছাল শরীফ গ্রহণ করেন। যখন তিনি নাজ্জারিয়া গোত্রের বনী আদী বংশে উনার মামাগণ উনাদের বাড়িতে অবস্থান করছিলেনতখন তিনি উনার মামাগণ উনাদের বাড়িতে রোগ নিরাময়ের জন্য একমাস থাকাবস্থায় সে রোগেই পবিত্র বিছাল শরীফ গ্রহণ করেন।

তারজিহ তথা প্রাধান্যপ্রাপ্ত মতেযখন নূরে মুজাসসামহাবীবুল্লাহহুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অবস্থানকাল মুবারক উনার মুহতারামা আম্মাজান আলাইহাস সালাম উনার পবিত্রতম খিদমত মুবারক শরীফ উনার মধ্যে চন্দ্র মাস হিসেবে এবং প্রাধান্যপ্রাপ্ত বর্ণনা অনুযায়ী প্রায় নয় মাস পূর্ণ হলোতখনই উনার আনন্দের ফোয়ারা নিয়ে দুনিয়াতে পবিত্র তাশরীফ নেয়ার সময় নিকটবর্তী হলো আর উনার তাশরীফ মুবারক উনার রাত্রী মুবারকে উনার মুহতারামা আম্মাজান আলাইহাস সালাম উনার নিকট পবিত্র জান্নাত হতে সমস্ত মানব জাতির সম্মানিতা আদিমাতাজান আলাইহাস সালাম এবং যিনি মহান আল্লাহ পাক উনার জন্য কুরবানী হয়েছেন হযরত যবীহুল্লাহ আলাইহিস সালাম উনার আপন সম্মানিতা আম্মাজান আলাইহাস সালাম এবং উনার সম্মানিতা দ্বিতীয়া আম্মাজান তথা সৎ মা আলাইহিমাস সালাম এবং যিনি হযরত মূসা কালীমুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিত অভিভাবিকালালন-পালনকারিনী আলাইহাস সালাম এবং যিনি মহান আল্লাহ পাক উনার পক্ষ থেকে মহান অনুগ্রহ ও মনোনীত হযরত রূহুল্লাহ আলাইহিস সালাম উনার সম্মানিতা আম্মাজান আলাইহাস সালাম উনারাসহ জান্নাতী হুরগণ (মহান আল্লাহ পাক উনার হাবীব নূরে মুজাসসামহাবীবুল্লাহহুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্রতম খিদমতেও উনাকে ইস্তিকবাল জানাতে) আগমন করেন। সুবহানাল্লাহ!

যখন নূরে মুজাসসামহাবীবুল্লাহহুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আগমনের সময় হলোতখন দেখা গেলোমহান আল্লাহ পাক উনার হাবীবনূরে মুজাসসামহাবীবুল্লাহহুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উজ্জ্বল আলোকিত নূর হিসেবে যমীনে মুবারক তাশরীফ আনলেন।” সুবহানাল্লাহ!

(এই পবিত্রতম তাওয়াল্লুদ শরীফ পাঠ শেষ করে) তারপর সকলেই পবিত্র ক্বিয়াম শরীফ করবেন বা দাঁড়িয়ে মুহব্বতের সাথে নিম্নোক্তভাবে সালাম পেশ করবেন।

صَلَّى اللهُ عَلٰى رَسُوْلِ اللهِ
 + صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
صَلَّى اللهُ عَلٰى حَبِيْبِ اللهِ
 + صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلمَ

اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا رَسُوْلَ اللهِ+
 اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا نَبِىَّ اللهِ
اَلسَّلَامُ عَلَيْكُمْ يَا حَبِيْبَ اللهِ
 صَلَوٰ تُ اللهِ عَلَيْكُمْ

ছল্লাল্লাহু আলা রসূলিল্লাহ+ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
ছল্লাল্লাহু আলা হাবীবিল্লাহ+ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম

আসসালামু আলাইকুম ইয়া রসূলাল্লাহ+আসসালামু আলাইকুম ইয়া নাবিইয়্যাল্লাহ
আসসালামু আলাইকুম ইয়া হাবীবাল্লাহ+ছলাওয়াতুল্লাহি আলাইকুম

আর যিনি পবিত্র মীলাদ শরীফ পাঠ করবেন তিনি পবিত্র সালাম শরীফ পেশ করার ফাঁকে ফাঁকে নিম্নোক্ত পবিত্র ক্বাছীদা শরীফসমূহ থেকে প্রয়োজন অনুপাতে ২৫ বা ৭ খানি অর্থাৎ বেজোড় সংখ্যক পবিত্র ক্বাছীদা শরীফ পাঠ করবেন-

মদিনার সবুজ মিনারে   ডেকে নিন আপনার কিনারে
চুমিবো মুবারক ক্বদম   এই আশা গোলামের অন্তরে

দিদার হো রওজেকি তামান্না    দিলমে হো ইয়েহি তারানা
হো ক্যায়সে মদিনা যানা        ব্যকুল হ্যায় দিলে দিওয়ানা

আরশো কা ক্বাবা মদিনা,  ফরশো কা ক্বাবা মদিনা
ক্বাবাতুল ক্বাবা মদিনা     জান্নাত কা নকশা মদিনা



গিরনে ওয়া-লোকো সামালো    মরণে ওয়ালোকো বাঁচালো
ক্বায়েদ ছে হামকো ছুড়ালো   আপনি দামান মে ছুপালো

সাইয়্যদি ইয়া রাসুলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ,

আপনি তো শাহে মাদিনা   গোলাম যে আপনার দিওয়ানা
দিদারে রওজা পাকে আপনার   নিয়ে যান সোনার মদিনা





#পবিত্র ক্বিয়াম শরীফ করার পর সবাই বসে পাঠ করবেন

يَارَبّ صَلّ وَسَلّمْ دَائِمًا اَبَدًا اَبَدًا
عَلٰ حَبِيْبِكَ خَيْرِ خَلْقِ كُلّهِمِ
بھیج ائے رب میرے درود اور سلام
بر گزیدہ نبی پر آپنے مدام.

উচ্চারণ : ইয়া রব্বি ছল্লি ওয়া সাল্লিম দায়িমান আবাদান আবাদা
‘আলা হাবীবিকা খায়রি খালক্বি কুল্লিহিম ॥
ভেজ আয় রব মেরে দুরূদ আওর সালাম
বর গুযীদা নবী পর আপনি মুদাম ॥

অর্থ : “আয় রব্বুল আলামীন! আপনি আপনার হাবীবনূরে মুজাসসামহাবীবুল্লাহহুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি অনন্তকালব্যাপী পবিত্র ছলাত শরীফ ও পবিত্র সালাম শরীফ বর্ষন করুন। যিনি সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠতম।”
আয় আমাদের রব মহান আল্লাহ পাক! আমাদের সমস্ত পবিত্র দুরূদ শরীফ ও পবিত্র সালাম শরীফ আপনার মনোনীত নবী ও রসূলনূরে মুজাসসামহাবীবুল্লাহহুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উপর অনন্তকালের জন্য পৌঁছিয়ে দিন।”

بَلَغ َالْعُلٰى بِكَمَالِهٖ + كَشَفَ الدُّجٰى بِـجَمَالِهٖ.
حَسُنَتْ جَمِيْعُ خِصَالِهٖ + صَلُّوْا عَلَيْهِ وَاٰلِهٖ.
سَلّمُوْا يَا قَوْمُ بَلْ صَلُّوْا عَلٰى صَدْرِ الْاَمِيْنِ.
مُصْطَفٰى مَا جَاءَ اِلا رَحْـمَةً لّلْعٰلَمِيْنَ.

عَطّرِ اللّهُمَّ قَبْرَه ُالْكَرِيْـمَ

  بِعَرْفِ شَذِىّ مّنْ صَلٰوةٍ 
وَّتَسْلِيْمٍ

اَللّٰهُمَّ صَلِّ وَسَلِّمْ وَبَارِكْ عَلَيْهِ.

বালাগাল উলা বিকামালিহি + কাশাফাদদুজা বিজামালিহি। হাসুনাত জামিইউ খিছলীহি + ছল্লু আলাইহি ওয়া আলিহি।
সাল্লিমু ইয়া ক্বাওমুবাল ছল্লু আ'লা ছদরীল আমীন। মুছত্বফা মা জা'য়িল্লা রহমাতাল্লিল আ'লামীন।
আত্বিরিল্লাহুম্মা ক্বাবরাহুল কারীম + বিআরফী শাযয্যিয়্যাম ছলাতিউ ওয়া তাসলীম। আল্লাহুমা ছল্লি ওয়া সাল্লীম ওয়া বারিক আলাইহি।

অর্থ : “সাইয়্যিদুল মুরসালীনইমামুল মুরসালীননূরুম মুজাসসামহাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক কামালত সুউচ্চ আসনে সমাসীন।”
উনার মুবারক সৌন্দর্য উনার প্রভাবে সমস্ত অন্ধকার দূরীভূত হয়েছে।”
উনারই পবিত্র খুছুছিয়ত মুবারক উনার দ্বারা সমস্ত কিছু সৌন্দর্যম-িত হয়েছে।”
অতএবতোমরা সকলেই উনার প্রতি এবং উনার সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের প্রতি পবিত্র ছলাত শরীফ পাঠ করো।”

হে মানুষ ও জিন জাতি! সকল কিছুর আশ্রয়স্থল নূরে মুজাসসামহাবীবুল্লাহহুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি তোমরা পবিত্র সালাম শরীফ পাঠ করো এবং পবিত্র ছলাত শরীফ পাঠ করো।” “যিনি মহান আল্লাহ পাক উনার খুবই মনোনীত। আর তিনি তো সমস্ত কায়িনাতের জন্য রহমত স্বরূপ তাশরীফ মুবারক নিয়েছেন।”

আয় আল্লাহ পাক! আপনি আপনার হাবীবনূরে মুজাসসামহাবীবুল্লাহহুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র রওযা শরীফ উনাকে পবিত্র ছলাত শরীফ ও পবিত্র সালাম শরীফ উনাদের সুরভির মাধ্যমে সুগন্ধিময় করে দিন।”

#পবিত্র ছওয়াব রেসানী করার নিয়ম

(১) ইস্তিগফার শরীফ তিনবার : اَسْتَغْفِرُ اللهَ رَبّ مِنْ كُلّ ذَنْبٍ وَّاَتُوْبُ اِلَيْهِ.  ( আসতাগফিরুল্লাহা রব্বি মিন কুল্লি জাম্বিউঁ ওয়াতুবু ইলাইহি ......)
(২) আঊযুবিল্লাহ শরীফ ও বিসমিল্লাহ শরীফসহ পবিত্র সূরা ফাতিহা শরীফ (আলহামদু শরীফ) একবার।
(৩) বিসমিল্লাহ শরীফসহ পবিত্র সূরা ইখলাছ শরীফ (কুল হুয়াল্লাহ শরীফ) তিনবার।
(৪) ছলাত শরীফ তথা পবিত্র দুরূদ শরীফ পাঁচ বার।

পবিত্র দুরূদ শরীফ

اَللّٰهُمَّ صَلّ عَلٰى سَيّدِنَا نَبِيّنَا حَبِيْبِنَا شَفِيْعِنَا مَوْلٰنَا وَسِيْلَتِىْ اِلَيْكَ وَاٰلِه وَسَلّمْ

আল্লাহুম্মা ছল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা হাবীবিনা শাফিয়্যিনা মাওলানা ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম।

اَللّٰهُمَّ صَلّ عَلٰى سَيّدِنَا نَبِيّنَا حَبِيْبِنَا شَفِيْعِنَا مَوْلٰنَا مَعْدَنِ الْـجُوْدِ وَالْكَرَمِ وَاٰلِه وَسَلّمْ.

আল্লাহুম্মা ছল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা হাবীবিনা শাফিয়্যিনা মাওলানা মা’দানিল জুদি ওয়াল কারমি ওয়া আলিহি ওয়া সাল্লিম।

اَللّٰهُمَّ صَلّ عَلٰى سَيّدِنَا نَبِيّنَا حَبِيْبِنَا شَفِيْعِنَا مَوْلٰنَا النَّبِىّ الْاُمّىّ وَاٰلِه وَسَلّمْ.

আল্লাহুম্মা ছল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়্যিনা হাবীবিনা শাফিয়্যিনা মাওলানা আন নাবিয়্যিল উম্মিয়ি ওয়া আলিহি ওয়া সাল্লিম।

পবিত্র ছওয়াব রেসানী করার পর যিনি পবিত্র মীলাদ শরীফ মাহফিল পরিচালনাকারী কিংবা যিনি প্রধান অতিথি তিনি উপস্থিত সকলকে নিয়ে খালিক মালিক রব মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসামহাবীবুল্লাহহুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের রেযামন্দি ও সন্তুষ্টি মুবারক লাভ করার জন্য সম্মিলিতভাবে দুয়া-মুনাজাত শরীফ পরিচালনা করবেন। 

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট