৪ প্রকার ব্যক্তিদের জন্য শাফায়াত মুবারক উনার সুসংবাদ


আমীরুল মু’মিনীন হযরত ইমামুল আউওয়াল র্কারামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি বর্ণনা করেন, সাইয়িদুল আম্বিয়া ওয়াল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমি ক্বিয়ামতের দিন চার প্রকার লোকের জন্য সুপারিশ করবো। (১) আমার মহাসম্মানিত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে যারা সম্মান করবে। (২) যারা আর্থিকভাবে উনাদের খিদমত করবে। (৩) যারা শারীরিকভাবে উনাদের খিদমত মুবারকের আনজাম দিবে। (৪) যারা অন্তর ও জবান দিয়ে উনাদেরকে মুহব্বত মুবারক করবে। সুবহানা মুজাদ্দিদে আযম আলাইহিস সালাম!!!

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট