নওগাঁর একজন পীরবোন ২০শে জুমাদাল উখরা শরীফ হযরত আন নুরুর রাবিয়াহ আলাইহাস সালাম উনার বিলাদত শরীফ উপলক্ষে বাসায় আনজুমান করেন এবং সাইয়্যিদাতুনা হযরত আন নুরুর রাবিয়াহ আলাইহাস সালাম উনার সম্পর্কে আলোচনা করেন। ঐদিন রাতে উনি স্বপ্নে দেখেন, সাইয়্যিদাতুনা আন নুরুল উলা আলাইহাস সালাম তিনি এবং সাইয়্যিদাতুনা হযরত আন নুরুর রাবিয়াহ আলাইহাস সালাম উনারা এসেছেন এবং বলছেন, “তোমার আলোচনা খুব সুন্দর হয়েছে এবং তোমাদের উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি আমার খাছ আওলাদ আলাইহাস সালাম। এরপর যখন আনজুমান করবে তখন ১লা বৈশাখ পালন করা যে হারাম, এই বিষয়ে আলোচনা করবে।” পরের দিন দুপুরে তিনি আবার স্বপ্নে দেখেন চারজন মহিলা উনারা এসে উক্ত পীরবোনকে সবুজ জামা পরিধান করান এবং বিছানার চাদর পাল্টাতে বলে উনারাই একটি কলাপাতা রঙ্গের চাদর বিছিয়ে দেন। স্বপ্নে এসব দেখে উক্ত পীরবোন তিনি ভাবেন হয়ত তিনি ইন্তেকাল করবেন। তাই তিনি একটু ভয় পান। এরপর উনার জ্বর আসে এবং খিঁচুনি উঠে। এমতাবস্থায় তিনি খুব কান্নাকাটি করেন এবং সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার দিকে রুজু হয়ে ক্ষমা প্রার্থনা করেন এবং তওবা ইস্তেগফার করে দোয়া মুবারক চান সুস্থতার জন্য। এরপরে তিনি পুনরায় স্বপ্নে দেখেন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি উক্ত পীরবোনের শরীরে হাত বুলিয়ে দেন এবং একগ্লাস পানিতে ফুঁ মুবারক দিয়ে পান করতে বলেন। তিনি তখন অর্ধেক গ্লাস পানি পান করেন এবং বাকিটুকু রেখে দেন। ঘুম থেকে জেগে উঠার পর; উনি উনার আহালকে বলেন, “দেখেনতো গ্লাসটিতে পানি আছে কিনা? ” দেখা গেল, উক্ত গ্লাসটিতে তখনও অর্ধেক গ্লাস পানি অবশিষ্ট রয়েছে। ঠিক যেমনটি তিনি স্বপ্নে দেখেছেন ঠিক তেমনই। এরপর অবশিষ্ট পানিটুকু উনি পান করে পরিপূর্ণ সুস্থতা হাছিল করেন। (সুবহানা উম্মিল উমাম আলাইহাস সালাম)
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি যে কত বড় মহান ওলীআল্লাহ তা উপরোক্ত ঘটনা দ্বারা কিছুটা উপলব্ধি করা সম্ভব। স্বপ্নেও কেউ উনার ক্বদম মুবারকে আরজী পেশ করলে তিনি তাকে স্বপ্নের মধ্যেও হিফাযত করে থাকেন। হায় আফসুস! এত বড় নিয়ামত মুবারক পেয়েও আমরা উনার যথাযথ হক্ব আদায় করতে পারছি না।
মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে এই নিয়ামত মুবারক উনার যথাযথ হক্ব আদায় করার তাওফীক্ব দান করেন। (আমীন)