কারামতে মুত্বহহারাহ, মুত্বহহিরাহ সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম-৩৪


একবার পবিত্র ৭ই রবীউল আউওয়াল শরীফে বা’দ মাগরিব সাইয়্যিদাতুনা উম্মুল উমাম আলাইহাস সালাম উনার বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস উপলক্ষ্যে আযীমুশ শান দরবার শরীফে তাকবীর দেয়া হচ্ছিল। এক পীর বোন তিনি ইন্টারনেট ভয়েস আল-হিকমায় তা শুনছিলেন। তিনি উনার ল্যপটপ কম্পিউটার; যার মধ্যে আল-হিকমাহ শুনছিলেন তা নিয়ে বসলেন। ঠিক তখনই তিনি বুঝলেন, কোথা থেকে এক অপূর্ব সুঘ্রাণ বের হচ্ছে। তিনি ভালভাবে লক্ষ্য করে দেখলেন যে, উক্ত সুঘ্রাণ ল্যাপ্টপ থেকে বেরিয়ে আসছে। ধীরে ধীরে উক্ত সুঘ্রাণ সমস্ত বাড়ি ছড়িয়ে যায়। এমনকি পুরা বাড়ি সুঘ্রাণময় হয়ে যায়। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ মুবারক করেন,
اِنَّ رَحْمَةَ اللهِ قَرِيْبٌ مِّنَ الْمُحْسِنِيْنَ
অর্থ মুবারক: “ নিশ্চয়ই যারা মুহসিনীন উনাদের নিকট মহান আল্লাহ পাক উনার রহমত মুবারক রয়েছে।” সুবহানাল্লাহ!
 সাইয়্যিদাতুনা উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি উম্মাহর জন্য মহান নিয়ামত স্বরূপ, খাছ রহমত মুবারক স্বরূপ। মহান আল্লাহ পাক উনার রহমত মুবারক ব্যতীত যেমন কোন কিছু সম্ভব নয়, তেমনি ওলীআল্লাহ উনাদের রহমত ব্যতীতও কোন কিছু হওয়া সম্ভব নয়। সালিকাগণ সাইয়্যিদাতুনা উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক উসিলাতেই সমস্ত নাজ-নিয়ামত মুবারক লাভ করছে, অপার মহিমা হাছিল করছে। মহান আল্লাহ পাক তিনি যেন দায়েমীভাবে খাছ রহমত মুবারক সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার খুছুছিয়াত-বৈশিষ্ট্য, শান-মান, মর্যাদা-মর্তবা মুবারক বুঝে সেই অনুযায়ী কুল-কায়িনাতবাসী সকলকে উনার ক্বদম পাকে রুজু হওয়ার,হাক্বীক্বী ইছলাহ হওয়ার, সন্তুষ্টি-রেযামন্দি মুবারক হাছিল করার তৌফিক দান করেন। (আমীন)

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট