খলীফাতুল্লাহ খলীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, সুলতানুল আরিফীন, মুজাদ্দিদে আ’যম, হাকিমুল হাদীস, আহলে বাইতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার কতিপয় কারামাত মুবারক ও কামালাত মুবারক (৫)

সর্বকালের সর্বযুগের সর্ব শ্রেষ্ঠ মুজাদ্দিদ, মুজাদ্দিদে আ’যম, খলীফাতুল্লাহ খলীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ মুহইস সুন্নাহ কুতুবুল আলম, সুলতানুল আরিফীন, জাব্বারিউল আউয়াল, ক্ববিউল আউয়াল, আহলু বাইতে রসূলিল্লাহ, হাকিমুল হাদীছ, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আস সাফফা আলাইহিস সালাম উনার অসংখ্য-অগণিত কারামত মুবারক ও কামালত মুবারক ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। আমরা আলোচ্য নিবন্ধে তার কতিপয় উল্লেখ করবো। ইহা মু’মিন-মু’মিনাগণের ইমানী কুওওয়াত বৃদ্ধির কারণ হবে। তাদের আমলের জজবা বা অনুপ্রেরণা যোগাবে। হক্ব তালাশী তথা মা’রিফাত-মুহব্বত প্রত্যাশীগণের আত্তার খোরাক বা রুহানী গেযা হবে। সর্বাপরি তাদের সন্তুষ্টি-রেজামন্দির পথ প্রসারিত হবে। সুবহানাল্লাহ! 

কারামত মুবারক-১
১৯৯৩ সালের কথা। কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলা। উলিপুর এম.এস.এম. উচ্চ বিদ্যালয় মাঠে ওয়াজ ও দোয়ার মাহফিল। প্রধান অতিথি ছিলেন- ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হাকিমুল হাদীছ, হুজ্জাতুল ইসলাম, সুলতানুল আরিফীন, জাব্বারিউল আউয়াল, ক্ববিউল আউয়াল, আহলে বাইতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম। তিনি যথাসময়ে মাহফিল মুবারকে তাশরীফ নেয়ার জন্য রওয়ানা হলেন। মাহফিলের নিকটবর্তীও হলেন। কিন্তু প্রতিবন্ধকতা সৃষ্টি করলো দুটি বিল্ডিং এবং একটি পুকুর। দুই বিল্ডিংয়ের মধ্য দিয়ে সংকীর্ণ রাস্তা পার হয়ে ষ্টেজে পৌঁছা সম্ভব নয়। 
ড্রাইভার সাহেব থমকে দাঁড়ালেন। কারণ, এতো সংকীর্ণ রাস্তা দিয়ে Pajero Jeep কখনো ভিতরে প্রবেশ করতে পারবে না। আর ইতোপূর্বে এতবড় গাড়ী কখনো প্রবেশও করেনি। তাহলে কি হেঁটে যেতে হবে? কিন্তু না। তিনি তো মহান আল্লাহ পাক উনার ওলী বা পরম বন্ধু। তিনি কি তা হতে দিতে পারেন? কি করে সম্ভব? তিনি তো উনার ওলী উনার জন্য যথেষ্ট। কুল কায়িনাতের সকলই উনাদের খিদমত মুবারকের জন্য সদা-ইন্তিজার। সব কিছুই উনাদের খিদমত মুবারকের জন্য ফানা। 
খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, আহলু বাইতি রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি ড্রাইভার সাহেবকে উদ্দেশ্য করে বললেন, দাঁড়ালে কেন? যাও। ড্রাইভার সাহেব বললেন, মুর্শিদ ক্বিবলা! বেয়াদবী ক্ষমা চাই। রাস্তাটি ছোট। গাড়ী ভিতরে প্রবেশ করতে পারবে না। 
সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি উনাকে আবারো বললেন, যাও। সামনে বাড়াও। এবারো ড্রাইভার সাহেব অক্ষমতা প্রকাশ করলেন। তখন মহান মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি একটু জালালিয়াতের সাথে বললেন, তোমাকে যেতে বলছি। তুমি সামনে অগ্রসর হও। কোন দিকে তাকাবে না। আর ইতোমধ্যে অনেক লোক চতুর্দিকে দাঁড়িয়ে গেলো। তারা ব্যাপারটা পর্যবেক্ষণ করছে। এতো ছোট রাস্তা দিয়ে গাড়ীটি কি ভিতরে প্রবেশ করবে? দেখার জন্য সবাই কৌতুহলী হয়ে রয়েছেন। এবার ড্রাইভার সাহেব, তিনি কোন কথা না বাড়িয়ে গাড়ী স্টার্ট করলেন। আর অনায়াসে গাড়িটি গন্তব্য স্থান- মাহফিল স্টেজের নিকটে এসে দাঁড়ালো। সুবহানাল্লাহ! উপস্থিত সবাই একবার রাস্তার দিকে দেখছে! আর একবার গাড়ীর দিকে তাকাচ্ছে। আর ভাবছে কিভাবে গাড়ীটি এতো সংকীর্ণ রাস্তা দিতে প্রবেশ করলো। কেউ কেউ বলতেছিলেন উনার মতো ওলীআল্লাহ উনার জন্য ব্যাপারটি একেবারে মামুলী। কেউ বলছে একেই বলে কারামত মুবারক। ওলীআল্লাহগণ উনাদের কারামত মুবারক যে সত্য ইহা তারই বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ!

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট