খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, সুলতানুল আরিফীন, মুজাদ্দিদে আ’যম, হাকিমুল হাদীস, আহলে বাইতে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম উনার কতিপয় কারামাত মুবারক ও কামালত মুবারক (২)

পবিত্র কুরআন শরীফে বর্ণিত কারামত মুবারক পবিত্র কুরআন শরীফে অনেক কারামত মুবারক উল্লেখ আছে। তন্মধ্যে কয়েকটি উল্লেখযোগ্য-

পুরুষের সংস্পর্শ ব্যতীত সন্তান লাভ:

সাইয়্যিদাতুনা হযরত উম্মু রুহুল্লাহ আলাইহাস সালাম তিনি পুরুষের সংস্পর্শ ব্যতীত সন্তান লাভ করেছেন। বিষয়টি মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে উল্লেখ করেছেন-

إِذْ قَالَتِ الْمَلَائِكَةُ يَا مَرْيَمُ إِنَّ اللَّـهَ يُبَشِّرُكِ بِكَلِمَةٍ مِّنْهُ اسْمُهُ الْمَسِيحُ عِيسَى ابْنُ مَرْيَمَ
অর্থ: যখন হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বললেন, হে হযরত মরিয়ম আলাইহাস সালাম! মহান আল্লাহ পাক তিনি আপনাকে উনার একজন প্রিয় বান্দা, খলীল বা বন্ধুর সুসংবাদ দিচ্ছেন। উনার সম্মানিত নাম মুবারক হবে মসীহ, ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম! সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আলে ইমরান শরীফ : পবিত্র আয়াত শরীফ ৪৫)

অতঃপর উনার ছানা-সীফাত বর্ণনা করত মহান আল্লাহ পাক তিনি বলেন-

وَجِيهًا فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَمِنَ الْمُقَرَّبِينَ. وَيُكَلِّمُ النَّاسَ فِي الْمَهْدِ وَكَهْلًا وَمِنَ الصَّالِحِينَ

অর্থ: দুনিয়া ও আখিরাতে তিনি হবেন মহাসম্মানের অধিকারী তথা লক্ষ্যস্থল। আর মুর্কারাবীন (নৈকট্যপ্রাপ্ত) গণের অন্তর্ভূক্ত। তিনি দোলনা থেকে পূর্ণ বয়স্ক লোকদের মত মানুষের সাথে কথা বলবেন। তিনি হবেন সলেহীনগণের অন্তর্ভূক্ত। সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আলে ইমরান শরীফ : পবিত্র আয়াত শরীফ ৪৬)

এ সুসংবাদ শুনে উম্মু রুহুল্লাহ সাইয়্যিদাতুনা হযরত মরিয়ম আলাইহাস সালাম তিনি বললেন-
رَبِّ اَنَّىٰ يَكُوْنُ لِـىْ وَلَدٌ وَلَـمْ يَـمْسَسْنِـىْ بَشَرٌ 
অর্থ: হে মহান রব, আল্লাহ পাক! কেমন করে আমার আওলাদ (সন্তান) হবে? আমাকে তো কোন মানুষ স্পর্শ করেনি? (পবিত্র সূরা আলে ইমরান শরীফ : পবিত্র আয়াত শরীফ ৪৭)
মহান আল্লাহ পাক তিনি জওয়াবে বললেন,
كَذَٰلِكِ اللَّـهُ يَخْلُقُ مَا يَشَاءُ
অর্থ: আপছে আপ হবে। তিনি যেভাবে ইচ্ছা সেভাবে সৃষ্টি করে থাকেন।” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আলে ইমরান শরীফ : পবিত্র আয়াত শরীফ ৪৭)

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট