সুন্নতী টুপি
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন-
مَنْ تَمَسَّكَ بِسُنَّتِي عِنْدَ فَسَادِ أُمَّتِي فَلَهُ أَجْرُ مِائَةِ شَهِيدٍ
অর্থ:- “যিনি আমার উম্মতের ফিতনা-ফাসাদের যুগে কোন একটা সুন্নত মুবারককে আঁকড়িয়ে ধরে রাখবেন, উনাকে একশত শহীদের ছাওয়াব প্রদান করা হবে।” কেমন একশত শহীদের সওয়াব? হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা বদর-উহুদ জিহাদে শহীদ হয়ে যে রকম মর্যাদা হাছিল করেছেন ঠিক সেই রকম মর্যাদা সম্পন্ন একশত শহীদ উনাদের সমমর্যাদা হাছিল করবেন এই আখিরী যামানায় একটা সুন্নত আদায় করলেই। এক হাজার হিজরী শতকের পরবর্তী সময়কে আখেরী যামানা বলা হয়েছে।
বর্তমান সময়ে বিভিন্ন ধরনের টুপি বাজারে পাওয়া যায় এবং অনেকেই পরিধান করে থাকে। কিন্তু এসবের কারণে খাছ সুন্নতী টুপি চেনা মুশকিল হয়ে পড়েছে। তাই এ পর্বে আমরা খাছ সুন্নতি টুপি পরিধান সম্পর্কে আলোচনা করব। ইনশাআল্লাহ!
খাছ সুন্নতী টুপি মুবারক সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে উল্লেখ রয়েছে-
عن ابى كبشة قال- كان كمام اصحاب رسول الله صلى الله عليه وسلم يطحا.
অর্থ: “হযরত আবু কাবশা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের টুপি ছিল গোল।”
(তিরমিযী শরীফ, মেশকাত শরীফ)
পবিত্র হাদীছ শরীফ উনার উপরোক্ত বর্ণনা দ্বারা সুস্পষ্ট যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের টুপি মুবারক ছিল গোল। এমন গোল, যা সবদিক থেকে মাথার সাথে লেগে থাকতো। অর্থাৎ মাথা হতে উচু হয়ে থাকতো না।
আর চিশতিয়া তরীক্বার ইমাম, শায়খ সাইয়্যিদ মুহম্মদ মুঈনুদ্দীন চীশতি সাঞ্জেরী আজমেরী রহমতুল্লাহি আলাইহি উনার বিখ্যাত কিতাব “আনীসুল আরওয়াহতে” বর্ণনা করেন,
“নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে প্রথম এই ‘কুল্লাহ্ চাহার তর্কী’ (চার টুকরা বিশিষ্ট গোল টুপি) হযরত জিব্রাঈল আলাইহি ওয়াস্ সালাম তিনি মহান আল্লাহ্ তায়ালা উনার পক্ষ থেকে প্রদান করেন এবং বলেন, ‘আপনি এটা পরিধান করুন এবং যাকে খুশী দান করে খলীফা নিযুক্ত করুন।’
পবিত্র হাদীছ শরীফে আরো বর্ণিত রয়েছে-
عن ام المؤمنين الثالثة حضرت الصديقة عليها السلام كانت له كمة بيضاء
অর্থ: “উম্মুল মু’মিনীন হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম উনার হতে বর্ণিত- নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার টুপি মুবারক ছিল সাদা গোল।
(আদ্ দিমিয়াত্বী, তাহ্ক্বীকুল মাসায়েল)
পবিত্র হাদীছ শরীফে আরো বর্ণিত রয়েছে-
عن ابى كبشة قال- كان كمام اصحاب رسول الله صلى الله عليه وسلم بطحا-
অর্থ: “হযরত আবূ কাব্শা রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের টুপি মুবারক ছিল- গোল, যা ভালরূপে মাথার সাথে লেগে থাকতো।”
(তিরমিযী শরীফ, মেশকাত শরীফ)
তাহলে দেখা যাচ্ছে, কেউ যদি খাছ সুন্নতী টুপি পরিধান করেন তাহলে উনার কমপক্ষে ৫টি সুন্নত তথা ১. গোল ২. সাদা ৩. চার টুকরা ৪. মাথার সাথে লেগে থাকা ৫. সূতী কাপড় হওয়ার কারণে (১০০ গুন ৫) = ৫০০ শহীদের সওয়াব হাছিল হচ্ছে। সুবহানাল্লাহ! এখন যদি আমরা সমস্ত কাজ সুন্নত মুতাবিক করি তাহলে দিনে শত-সহ¯্র ফযীলত বা নিয়ামত লাভ করতে পারবো। সুবহানাল্লাহ!
অতএব, প্রমাণিত হলো যে, চার টুকরা বিশিষ্ট গোল টুপিই হচ্ছেন- খাছ সুন্নতী টুপি। এছাড়া অন্যান্য টুপি যেমন লম্বা বা কিস্তি, উঁচু বা বুরনুস ও পাঁচ কল্লি ইত্যাদি টুপি কখনোই সুন্নত নয়। বরং কোনটা হারাম, কোনটা মাকরূহ্ তাহরিমী ও কোনটা বিদয়াত।