পবিত্র দ্বীন ইসলামের খিদমতে রাজারবাগ দরবার শরীফের অবদান নিয়ে যারা প্রশ্ন তুলতে চায় তারা দেখুক রাজারবাগ শরীফের অবদান কেমন?


দেশে যখন অহরহ পর্দা পালনকারীরা তথা বোরকা পরিধানকারীরা নিগ্রহের স্বীকার হচ্ছে তা দেখেও রাজারবাগ শরীফ বিরোধীরা যখন নিশ্চুপ! তখন আইনীভাবে মুসলমানদের ধর্মীয় অধিকার রক্ষায় এগিয়ে এসেছে একমাত্র রাজারবাগ দরবার শরীফ। 

বোরকা-হিজাব পরা শিক্ষার্থীদের হয়রানি না করতে হাইকোর্টের রুল
যুগান্তর রিপোর্ট
০২ জুলাই ২০১৯, ০০:২৩ | অনলাইন সংস্করণ

হাইকোর্ট
রোবকা ও হিজাব পরায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মুসলিম শিক্ষার্থীদের হয়রানি করা কেন বেআইনি ও অসাংবিধানিক ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

এক রিট আবেদনের শুনানিতে সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

একইসঙ্গে এ ঘটনায় জড়িত স্কুল বা কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে না, রুলে তাও জানতে চেয়েছেন আদালত।

আগামী ৪ সপ্তাহের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের মহাপরিচালককে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী ওমর শরীফ ও আইনজীবী মো. আহসান। রাষ্টপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

সম্প্রতি ‘চট্টগ্রামে বোরকা পরায় স্কুলছাত্রী ও অভিভাবক নাজেহাল’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে সংবাদ প্রকাশিত হয়।

এই প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট দায়ের করেন দৈনিক আল ইহসান ও মাসিক আল বাইয়্যেনাত পত্রিকার সম্পাদক আল্লামা মোহাম্মদ মাহবুব আলমসহ দুজন।

রিটে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বোরকা ও হিজাব পরায় মুসলিম শিক্ষার্থীদের হয়রানি বন্ধের নির্দেশনা চাওয়া হয়।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট