বাবরি মসজিদের জায়গায় ভারতীয় সুপ্রীম কোর্ট রাম মন্দির নির্মাণের রায় দেয়ায় বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া ও প্রতিবাদ জানিয়েছেন মুসলমানরা। বিশেষ করে অনলাইনের সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিবাদের ঝড় বয়ে যাচ্ছে। এছাড়াও স্থানীয়ভাবে প্রতিটি স্থান থেকেই মুসলমানরা প্রতিবাদ জানাচ্ছেন। কিন্তু অধিকাংশ মিডিয়াগুলো মুসলমানদের এই প্রতিবাদগুলোকে ‘ব্লাক আউট’ করছে। সংবাদমাধ্যমগুলো কথিত সহিংসতাকে এড়ানোর জন্যই মুসলমানদের প্রতিক্রিয়া এড়িয়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট সাংবাদিকদের দাবি।
অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল মুসলিমিন ও লোকসভার এমপি আসাদুদ্দিন ওয়াইসি বাবরি মসজিদ মামলার রায়ের সমালোচনা করেছেন। তিনি বলেছেন, মুসলমানদের এই কথিত দানের পাঁচ একর জমির প্রয়োজন নেই।
সুপ্রিম কোর্টের রায়ের প্রতিক্রিয়ায় ওয়াইসি জানান, তিনি এই রায়ে সন্তুষ্ট নন এবং মুসলমানদের দানের জমি দরকার নেই। তিনি বলেন, এই রায়ে সন্তুষ্ট নই। সুপ্রিম কোর্ট সর্বোচ্চ কিন্তু একেবারে অব্যর্থ না। আমরা নিজেদের অধিকারের জন্য লড়াই করছি। আমাদের পাঁচ একর দানের জমি প্রয়োজন নাই। পাঁচ একর জমির প্রস্তাব আমাদের প্রত্যাখ্যান করা উচিত।
প্রতিক্রিয়ায় ভারতের বিরোধী দল কংগ্রেসেরও সমালোচনা করেছেন ওয়াইসি। তিনি বলেন, কংগ্রেস নিজের আসল রূপ দেখিয়েছে। কংগ্রেস যদি তাদের দায়িত্ব পালন করত এবং নরশিমা রাওকে দায়িত্ব থেকে অব্যাহতি দিত তাহলে এখনও সেখানে মসজিদ থাকত।
অন্যদিকে, এই হিন্দুত্ববাদী রায়ের বিরুদ্ধে ভারতের সুপ্রিম কোর্টর আইনজীবী ও সুন্নি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ডের প্রতিনিধি জাফরইয়াব জিলানি বলেছেন, কেবল একটি মসজিদ না, আমাদের ভবিষ্যতের জন্য লড়াই করে যাচ্ছি আমরা। জিলানি আরও জানান, যদি আমরা আত্মসমর্পণ করি, তবে দেশের কোনো মসজিদই নিরাপদ থাকবে না। কাজেই আমাদের লড়াই কেবল এক টুকরো জমির জন্যই না বলে জানালেন লাখনৌর এই আইনজীবী।
রায়ের পর তিনি বলেন, আজকের রায়ে আমরা অসন্তুষ্ট। পরবর্তী করণীয় নিয়ে আমরা আলোচনা করবো। আমরা পুরো রায় পড়বো। তারপর সিদ্ধান্ত নেব রিভিউয়ের আবেদন করবো কিনা। এর পাশাপাশি বাবরি মসজিদ মামলার রায়ে অসন্তুষ্টির কথা জানিয়েছে ভারতের সুন্নি কেন্দ্রীয় ওয়াকফ বোর্ড