মুসলমানরা যদি যাকাত ও উশর যথাযথ ও নিয়মিত দেয়, তাহলে আর বন্যা, তুফান, খরায় ফসল নষ্ট হবে না

পত্রিকার পাতা খুললে সংবাদ দেখা যায়, “বন্যায় তলিয়ে গেছে হাজার হাজার একর জমি”। “খরায় ফসল নষ্ট।” “ভেসে গেছে মাছ”। ইত্যাদি ক্ষয় ক্ষতির বিবরণ।
এর কারণ কি?
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “যমীনে ও পানিতে যত মাল সম্পদ বিনষ্ট বা ধ্বংস হয়ে থাকে তা শুধু মাত্র ফসল ও মালের পবিত্র যাকাত ও উশর না দেয়ার কারণেই”। নাউযুবিল্লাহ! (ত্ববারানী শরীফ)
উম্মুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি বলেন, আমি নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে বলতে শুনেছি, যে মালের সাথে পবিত্র যাকাত উনার মাল মিশ্রিত করে, নিশ্চয়ই সেই মালই মূল মালকে ধ্বংস করে ফেলবে অর্থাৎ উভয় মালই ধ্বংস হবে। নাউযুবিল্লাহ! (শাফেয়ী শরীফ ও বুখারী শরীফ)
বুঝা গেল যাকাত না দেয়ার কারণে ফসল, সম্পদ নষ্ট হচ্ছে, হবে। নাউযুবিল্লাহ!
তাই বন্যা, তুফান, খরা থেকে ফসল, সম্পদ, মাছ ইত্যাদিকে খালিক্ব মালিক রব উনার কুদরতী জিম্মায় রাখতে চাইলে আজই আপনার ফসল-সম্পদের যাকাত বা উশর দিন। (আমীন)

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট