⚠️সাবধান ⚠️সাবধান ⚠️সাবধান


প্রশ্ন- 
যেহেতু সৌদি আরবও বিশ্বকাপ ফুটবলে অংশ নিচ্ছে, তাই কেউ যদি ব্রাজিল-আর্জেন্টিনাকে সমর্থন না করে সৌদির ফুটবল টিমকে সমর্থন করে সৌদি আরবের কালেমা শরীফ খচিত পতাকা উড়ায় তবে কি সেটা হালাল হবে ?
.
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন -
.
আসমান-যমীনে কোন কিছু আমি খেলাচ্ছলে সৃষ্টি করিনি। মহাসম্মানিত দ্বীন ইসলাম উনার ফতওয়া অনুযায়ী- ফুটবল ও ক্রিকেটসহ সমস্ত প্রকার খেলাধুলাই হারাম। খেলাধুলা করা, খেলার
জন্য খুশি করাসহ প্রত্যক্ষ-পরোক্ষভাবে খেলাকে সমর্থন করা সবই শরীয়তে কঠোরভাবে নিষিদ্ধ। অর্থাৎ কাট্টা হারাম ও কুফরী।
নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ! নাউযুবিল্লাহ!

#90DaysMahfil | sunnat.info |

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট