অলিউল্লাহ উনার ছোহবত মুবারক

একজন অলিউল্লাহ উনার ছোহবত মুবারক ইখতিয়ার করলে ৬০ বছরের বেরিয়া এবাদতের চেয়েও উত্তম । সুবহানাল্লাহ!
তাহলে , আহলু বাইত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বা আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের ছোহবত মুবারক কত ফজিলতের হবে ? কায়িনাতবাসীর পক্ষে সেটা কখনোই মিলানো সম্ভব হবে না! 

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন,
اِنَّـمَا يُرِيْدُ اللهُ لِيُذْهِبَ عَنْكُمُ الرِّجْسَ اَهْلَ الْبَيْتِ وَيُـطَـهِّـرَكُمْ تَطْهِيْراً.
অর্থ: “হে সম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি চান আপনাদের থেকে সমস্ত প্রকার অপবিত্রতা দূর করে আপনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করতে। অর্থাৎ তিনি আপনাদেরকে পবিত্র করার মতো পবিত্র করেই সৃষ্টি মুবারক করেছেন।” সুবহানাল্লাহ! (সম্মানিত সূরা আহযাব শরীফ: সম্মানিত আয়াত শরীফ ৩৩)

Currently, the 90-days Mahfil is going on in the sacred Rajarbag Dorbar Shareef. Join the mahfil in groups.

সুমহান ৯০ দিন ব্যাপী আযিমুশশান মাহফিল সম্মানিত প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক: 
======================
সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা
আলাইহিস সালাম যিনি সম্মানিত শায়িখ
রাজারবাগ দরবার শরীফ।

حدث رائع في التاريخ في بنغلاديش
 تسعين يوما طويلة المحفل

A wonderful event in history happening in Bangladesh: 90 days long mahfil.

Map location- tinyurl.com/Rajarbag-Shareef

#90DaysMahfil 
বিস্তারিত দেখুন: 
sm40com


শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট