হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি মুহব্বতের সীমা নির্ধারন কোন দলীল দিয়ে করবেন???

----------------------------------------------
হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পেশাব মুবারক (নুরুননাযাত মুবারক) পুতঃ পবিত্র, যা পানে জান্নাত নছীব হয়। হাদীছ শরীফে বর্ণিত আছে,

عن حكيمة بنت اميمة بنت دقيقة عن امها انها قالت: كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ‌يَبُولُ ‌فِي ‌قَدَحِ ‌عِيدَانٍ، ‌ثُمَّ يَرْفَعُ تَحْتَ سَرِيرِهِ، فَبَالَ فِيهِ ثُمَّ جَاءَ فَأَرَادَهُ فَإِذَا الْقَدَحُ لَيْسَ فِيهِ شَيْءٌ، فَقَالَ لِامْرَأَةٍ يُقَالُ لَهَا بَرَكَةُ كَانَتْ تَخْدُمُ أُمَّ حَبِيبَةَ، جَاءَتْ بِهَا مِنْ أَرْضِ الْحَبَشَةِ: «أَيْنَ الْبَوْلُ الَّذِي كَانَ فِي الْقَدَحِ؟» قَالَتْ: شَرِبَتُهُ، فَقَالَ: «لَقَدِ احْتَظَرْتِ مِنَ النَّارِ بِحِظَارٍ

অর্থঃ- “হযরত হাকীমা বিনতে আমীমা বিনতে দাক্বীক্বা রহমতুল্লাহি আলাইহা উনার মাতা হযরত আমীমা বিনতে দাক্বীক্বা রহমতুল্লাহি আলাইহা থেকে বর্ণনা করেছেন। নিশ্চয়ই তিনি বলেছেন, একদা হযরত নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একটি পাত্রে পেশাব মুবরাক (নুরুশ শিফা মুবারক) করলেন এবং তা খাটের নিচে রেখে দিলেন। এরপর তার একটা ব্যবস্থা করার ইচ্ছা করলে এসে দেখলেন পাত্রের মধ্যে কিছু নেই। তখন তিনি বারাকা নামের এক মহিলা, যে হাবশা হতে হযরত উম্মু হাবীবা রদ্বিয়াল্লাহু আনহা-এর খাদিমা হিসেবে এসেছিলেন, হাবীবুল্লাহ হুযূর ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, পাত্রের মধ্যে যে পেশাব মুবারক (নুরুশ শিফা মুবারক) ছিল তা কোথায় গেল? উত্তরে তিনি বললেন, আমি উহা পান করে ফেলেছি। তখন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, অবশ্যই তুমি তোমার নিজেকে জাহান্নাম থেকে নিরাপদ রাখলে।” (আত্ ত্ববারানী ফিল্ মু’জামিল কবীর ১৭ খন্ড ৪৩০ পৃষ্ঠা: হাদীছ ১৯৯৪৮, মা’রেফাতুছ ছাহাবা লি আবু নুয়াইম: হাদীছ ৭৫১৭, বদরুল মুনীর ১/৪৮২, তালখীছুল হাবীর ১/১৭১, তাহযীবুল কামাল ৩৫/১৫৬, সিয়ারু আলাম নুবালা ১৭/৪৭৪, নাইলুল আওতার ১/১০৬, খাছায়েছুল কুবরা ১/১২২, সুবলুল হুদা ওয়ার রাশাদ ১০/৪৫৫, শরহে সুনানুন নাসায়ী লিস সুয়ুতী ১/৫২৯)
অন্য কোন বর্ণনায় আছে, যাবতীয় অসূখ থেকে আজীবন শিফা লাভ করবে।

এখন প্রশ্ন হচ্ছে, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনারা পবিত্র পেশাব মুবারক বা নুরুশ শিফা মুবারক পান করলেন কোন দলীলের ভিত্তিতে? কুরআন শরীফে কি আল্লাহ পাক বলেছেন? হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি কি এ বিষয়ে কোন আদেশ পূর্বে করেছিলেন? 

এর উত্তর হচ্ছে উনারা করেছেন সর্বোচ্চ মুহব্বত থেকে। এবং এই হাদীছ শরীফ থেকে প্রমাণ হয় মুহব্বতের কোন সীমা রেখা নেই। মুহব্বতের জন্য এটা করা যাবে এটা যাবে না এরকম কোন দলীল নাই। 
আর উনার মুহব্বতে উনার আগমনে খুশি হয়ে পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পালন করা যে সর্বশ্রেষ্ঠ আমল এ ব্যাপারেও কোন সন্দেহ নেই। 


সুমহান ৯০ দিন ব্যাপী আযিমুশশান মাহফিল সম্মানিত প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক: 
======================
সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা
আলাইহিস সালাম যিনি সম্মানিত শায়িখ
রাজারবাগ দরবার শরীফ।

حدث رائع في التاريخ في بنغلاديش
 تسعين يوما طويلة المحفل

A wonderful event in history happening in Bangladesh: 90 days long mahfil

#90DaysMahfil 
বিস্তারিত দেখুন: 
sm40com

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট