কত সুনছীব সকল মানব জাতির। আপনি যেমনই হন না কেন কাল কবরে অবশ্যই অবশ্যই নবীজীর সাক্ষাৎ পাবেনই পাবেন।

রহমতের নবীর আশেকেরা আপনার মৃত্যুর পর কবরে আপনি কি বিষয়ে জিজ্ঞাসিত হবেন?
সাধারণত আমরা জানি কবরে ৩ টি প্রশ্ন করা হবে। 
مَنْ رَبُّكَ وَمَا دِينُكَ وَمَنْ نَبِيُّكَ
তোমর রব কে? তোমর দ্বীন কি? তোমার নবী কে? (সুনানে আবু দাউদ ৪৭৫৩, তিরমিযী ৩১২০)

এই হাদীছ শরীফটি যাদিও সহী কিন্তু সহীহাইন বা বুখারী শরীফ, মুসলিম শরীফে নেই। বুখারী শরীফ এবং মুসলিম শরীফে আবার ৩ টি প্রশ্ন নেই। প্রশ্ন মাত্র ১ টাই। সে প্রশ্নটা হচ্ছে,
مَا كُنْتَ تَقُولُ فِي هَذَا الرَّجُلِ لِمُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
সম্মানিত রসূল হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? অর্থাৎ কি আক্বীদা রাখতে? 
فَأَمَّا المُؤْمِنُ، فَيَقُولُ: أَشْهَدُ أَنَّهُ عَبْدُ اللَّهِ وَرَسُولُهُ
তখন মু’মিন ব্যক্তি বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি যে, তিনি আল্লাহ পাকের হাবীব এবং উনার রসূল। (বুখারী শরীফ ১৩৭৪, মুসলিম শরীফ ২৮৭০)

অর্থাৎ মূল বিষয়ই হচ্ছে নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে চেনা, উনার মারিফত মুহবব্ত অর্জন করা, উনার প্রতি বিশুদ্ধ আক্বীদা রাখা। যারা দুনিয়াতে উনার প্রতি ভালো আক্বীদা রাখতো তাদের জন্যই উত্তর দেয়া সহজ হবে, অন্য কোন প্রশ্নই তাদের আর আটকাতে পারবে না। 
কত সুনছীব সকল মানব জাতির। আপনি যেমনই হন না কেন কাল কবরে অবশ্যই অবশ্যই নবীজীর সাক্ষাৎ পাবেনই পাবেন। শুধু উনাকে ভালোবাসুন, উনার তাযিম ও সম্মান করুন, দরূদ ও সালামে জবানকে সিক্ত রাখুন, উনার আলোচনা করুন… তাহলেইতো সুসংবাদ!
#90DaysMahfil 
Sm40.com

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট