আখিরী চাহার শোম্বাহ শরীফ শানে

মুবারক হো ৯০ দিনব্যাপী মাহফিল!

আখিরী চাহার শোম্বাহ শরীফ শানে
============================

ঈদের বারতা নিয়ে এলেন,
আখিরী চাহার শোম্বাহ ॥
মারহাবা- মারহাবা- মারহাবা।
ছফর মাসের শেষ বুধবার,
ঝিলিক মারে আরশ মাওলার ॥
ছিহহাতী শানে হাবীবে আ’লার,
হাসি ফোটে সব ছাহাবার ॥
খুশির জোশে ছাহাবাকুল হাদিয়া পেশে উজালা।

খুশি মনে উঠেন হাবীব,
গোসলে হন আরো সজীব ॥
আহলে বাইত শরীফ মিলে,
জমায়েত অন্দরমহলে ॥
হাবীব ঘিরে ঈদ আনন্দে সবাই হলেন দিওয়ানা।

দলে দলে ছাহাবীকুল,
হুজরা পাক-এ আসতে মশগুল ॥
উজাড় করে দেন হাদিয়া,
দীদার নেন দিল ভরিয়া ॥
আহলে বাইতের খুশিতে শরীক হলেন সকল ছাহাবা।

অসুখ-বিসুখে কোনো মু’মিন,
করো নাকো ঈমান বিলীন ॥
স্বয়ং ইলাহী হাবীব যিনি,
মারিদ্বী শান গ্রহেন তিনি ॥
শাহী মিলনের এমনি আয়োজন শানে হাবীবে মুস্তফা।

আসমানের সব ফেরেশতাকুল,
ছলাত সালামে রহেন মশগুল ॥
শেষ বুধবারের বিকেল হতে,
তাশরীফ নেয়ার আভা ফুটে ॥
 আসমানবাসী মশগুল হয়ে পড়ছেন ছলাত ছল্লু আলা।

নসীবওয়ালা রবীউল আউওয়াল,
মহা খুশিতে হন উজাল ॥
ধন্য আমি হাবীবী নূরে,
বিলাদত বিছাল শরীফ তরে ॥
সাইয়্যিদুল আ’ইয়াদ আমার মাঝে করবো কি যে শুকরিয়া।

অতএ দুনিয়ার সমস্ত জীন-ইনসান সকলের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে উক্ত মাহফিলে শারীরিক এবং আর্থিক খেদমতের আনজাম দেয়া ।
শরীক হতে বিকাশ, 01718740742

90-Days Azimushshan Mahfil Honorary Founding Patrons:
======================
Saiyiduna Mamduh Hazrat Murshid Qibla
Alaihis Salam who is the respected Shaykh
Rajarbag Dorbar Shareef.

بنگلہ دیش میں رونما ہونے والا تاریخ کا ایک شاندار واقعہ: ٩٠ دن طویل محفل
A wonderful event in history happening in Bangladesh: 90 days long mahfil

বিস্তারিত জানুন: SM40.com
সুন্নতী সামগ্রীর বিপুল সমাহার: Sunnat.info
#90DaysMahfil

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট