আখেরী চাহার শোম্বাহ কি ? এটা কি ইসলামী দিবস ?
হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ও হযরত সাহাবায়েকিরাম রদ্বীয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের একটি স্মৃতি বিজড়িত বরকতময় দিন আখিরী চাহার শোম্বাহ । সুবহানাল্লাহ!
আখিরী শব্দের অর্থ – শেষ আর চাহার শোম্বাহ শব্দের অর্থ ফার্সী ভাষায় বুধবার । অর্থাৎ ১১ হিজরী শরীফ উনার সফর মাসের শেষ বুধবার আখিরী চাহার শোম্বাহ উদযাপন করা হয়। অবশ্যই এটা একটা ইসলামী দিবসসমুহের একটি অন্যতম দিন। সুবহানাল্লাহ!
আখিরী রসূল হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দীর্ঘদিন অসুস্থতা অনুভব করার পর পবিত্র আখিরী চাহার শোম্বাহ উনার (সফর মাসের শেষ বুধবার) সকালে সুস্থতা অনুভব করেন । ঐদিন তিনি হযরত উম্মুল মু"মিনীন সিদ্দিকা আলাইহাস সালাম উনার হুজরা শরীফে ছিলেন । মাথা মুবারক উনার ব্যথা একটু কম অনুভূত হলে তিনি গোছল করেন । অত:পর গোসল করতঃ তিনি খানা তৈরী আছে কিনা জিজ্ঞাসা করলেন । হযরত উম্মুল মু'মিনীন সিদ্দিকা আলাইহাস সালাম জানালেন রুটি ও গোস্ত মজুদ আছে । তিনি তা পরিবেশন করলেন এবং আহলু বাইতগন উনাদের অন্যতম সদস্য হযরত যাহরা আলাইহাস সালামসহ আওলাদে রসুল ইমামুছ ছানি আলাইহিস সালাম ও ইমামুস ছালিস আলাইহিস সালাম ও উম্মুল মু'মিনীন আলাইহিন্নাস সালামগন উনার সবাই সেখানে হাজির হলেন। তিনি সবাইকে সাথে নিয়ে নাস্তা করলেন । অতঃপর হযরত সাহাবায়ে কিরামগন উনাদের খোঁজ-খবর নেন এবং খুশি প্রকাশ করে মসজিদে নববী শরীফে যান।
আখিরী রসূল হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সুস্থতা অনুভব দেখতে পেয়ে সাহাবীগণ উনারা অত্যন্ত আনন্দিত হন। এজন্য উনারা মহান আল্লাহ পাক উনার দরবারে শুকরিয়া আদায় করেন এবং সে উপলক্ষে সাধ্যমতো আখিরী রসূল হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার খিদমতে হাদিয়া তোহফা দেন। এছাড়া গরিব-মিসকিনদেরকেও দান সদকা করেন। সেক্ষেত্রে -
হযরত আবু বকর আলাইহিস সালাম ৭ হাজার দিনার,
হযরত উমর ফারুক আলাইহিস সালাম ৫ হাজার দিনার,
হযরত উছমান আলাইহিস সালাম ১০ হাজার দিনার,
হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ৩ হাজার দিনার
এবং আব্দুর রহমান ইবনে আউফ আলাইহিস সালাম ১শত উট ও ১শত ঘোড়া হাদিয়া করেন। সুবহানাল্লাহ!
তবে উক্ত দিনের শেষ প্রান্তে আখিরী রসূল, হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পুনরায় অসুস্থতা অনুভব করেন এবং তা নিয়েই পবিত্র ১২ই রবীউল আউয়াল শরীফ সোমবার তারিখে তিনি বিছালী শান মুবারক প্রকাশ করেন।
(সীরাতে ইবনে হিশাম: দ্বিতীয় ভাগ, পৃষ্ঠা ৬৫৩, আদ দ্বীন ওয়াত তারীখুল হারামাইনিশ শারীফাঈন, পৃষ্ঠা ২৮১)
মহান আল্লাহ পাক হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম ও হযরত সাহাবায়েকিরাম রদ্বীয়াল্লাহু তায়ালা আনহুমগন উনাদের অনুসরনে দুনিয়ার সকল জ্বিন-ইনসান কুল-কায়িনাতবাসীকে আখিরী চাহার শোম্বাহ বা সফর মাসের শেষ বুধবার পালনকারীর জন্য সকলকে নিয়ামত-রবকত, রহমত-ছাকিনাহ মাগফিরাত ও নাজাত দান করুন। আমীন।
আখেরী চাহার শোম্বাহ একটি বিশেষ আইয়্যামুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ!
এই বিষয়ে আইয়্যামুল্লাহ শরীফ উপলক্ষে পবিত্র রাজারবাগ শরীফ উনার মধ্যে আজ বাদ মাগরিব বিশেষ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়েছে। সুবহানাল্লাহ!
উক্ত মাহফিলে আপনারা শারীরিক ও আর্থিক খেদমত উনার আনজামে শরিক থাকুন ও দুনিয়া ও আখিরাতের কামিয়াবী হাছিল করুন ।
বিকাশ পার্সোনাল - 01722990448
সুমহান ৯০ দিন ব্যাপী আযিমুশশান মাহফিল সম্মানিত প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক:
======================
Saiyiduna Mamduh Hazrat Murshid Qibla
Alaihis Salam who is the respected Shaykh
Rajarbag Dorbar Shareef.
যোগাযোগের ঠিকানা: ৫/১ আউটার সারকুলার
রোড, রাজারবাগ শরীফ, ঢাকা -১২১৭ ।
#90DaysMahfil
sm40.com
sunnat.info