অনেকে চোখ থাকতেও অন্ধ


 চোখ প্রাণীদের জন্য এক অমূল্য সম্পদ। চোখের সাহায্যে প্রাণীজগৎ চলমান। যার চোখ নাই সে বুঝে চোখের কি মূল্য। যেকোনো মূল্যেই সে চায় চোখ। অনেকে চোখ দ্বারা দেখেও পরিস্থিতি বুঝতে পারে না। সুতরাং সে দেখা না দেখারই নামান্তর। প্রাণীজগতে সবারই চোখ আছে তেমন না। যেমন কেঁচোর চোখ নাই বা উই পোকারও চোখ নাই। তাদের চোখের প্রয়োজনও হয় না। মাছির আছে সহস্র চোখ। কাছিম চোখ থেকে এক প্রকার রে (রশ্মি) দ্বারা দূর থেকে তার ডিমে তাপ দেয়। বাদুর সূর্যের আলো সহ্য করতে পারে না। তাই দিনের বেলা চলাফেরা করে না। রাতের আঁধারে শব্দ তরঙ্গ সৃষ্টি করে আঁধারে সে পথ চলে।
 মহান আল্লাহ পাক তিনি উনার সৃষ্টি রহস্যের কি কোনো শেষ আছে। মানুষের বাহ্যিক চোখ ছাড়াও রয়েছে গোপন চোখ। ঘুমন্ত মানুষ সেই চোখ দিয়ে স্বপ্ন দেখে। ওলীআল্লাহগণ উনাদের কাশফকেই বলা হয় অন্তঃচোখ। এই চোখ দিয়েই উনারা মহান আল্লাহ পাক উনার অপার মা’রিফাত দেখে থাকেন ও প্রকাশ করে থাকেন। রিয়াজত-মাশাক্কাত, ফায়েয-তাওয়াজ্জুহ দ্বারাই তা সম্ভব।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট