- বিসমিল্লাহ্ শরীফ বলা ।
- তরতীবের প্রতি লক্ষ্য রাখা অর্থাৎ প্রথমে মুখমণ্ডল তৎপরে হাতদ্বয়
মাসেহ করা এবং হাতের পিঠের দিক প্রথম মাসেহ করা।
- হাতের তালু মাটিতে মেরে প্রথম সম্মুখে, পরে পিছনে ঘষা।
- পবিত্র মাটিতে হাত মারা।
- মাটিতে হাত রাখার সময় আঙ্গুলিগুলো ফাঁকা ফাঁকা করে রাখা ।
- দাড়ি ও আঙ্গুলিসমূহ খিলাল করা এবং হাতে আংটি কিংবা নাকে বালী থাকলে, তা ঘুরিয়ে মাসেহ করা।
- মুখমণ্ডল মাসেহ করার পরে অবিলম্বে মাটিতে হাত মেরে হাতদ্বয় মাসেহ করা।
- মাটিতে হাত মারার পরে ঝেড়ে ফেলা।
- ডান দিক থেকে আরম্ভ করা।
- উযূতে যেমন এক অঙ্গ শুকানোর পূর্বেই অন্য অঙ্গ ধৌত করা সুন্নত, সেরুপ তাইয়াম্মুম উনার ক্ষেত্রেও পরপর মাসেহ করা সুন্নত মুবারক।
✅তাইয়াম্মুম উনার শর্ত
১। নিয়ত করা
২। পাক মাটি হওয়া
৩। উভয় হাত মাটিতে মারা
৪। পানির অভাব কিংবা পানি ব্যবহারে অক্ষম হওয়া
৫। তিন আঙ্গুলির কম দ্বারা তাইয়াম্মুম না করা।