পবিত্র সূরা ফাতিহা শরীফ কেউ যদি হাকীকতে বুঝতে পারে তার পক্ষে হিদায়েত পাওয়া একেবারেই সহজ

অনন্তকালব্যাপী মাহফিল উনার বিশেষ শান ৬৩ দিনব্যাপী মাহফিল উনার প্রতিষ্ঠাতা এবং পৃষ্ঠপোষকতায় সাইয়্যিদুনা হযরত ইমামুল ইমাম আলাইহিস সালাম
=====================

বর্ণিত হয়েছে, অতীতে নাযিলকৃত কিতাব ও ছহীফা সমূহে যা রয়েছে বা যে সমস্ত বিধান মুবারক নাযিল হয়েছে উক্ত সমস্ত বিধানই পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে রয়েছে। আবার পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে যা কিছু রয়েছে বা যত বিধান মুবারক নাযিল করা হয়েছে উক্ত সমস্ত বিধান মুবারক বা সমস্ত কিছুই রয়েছে পবিত্র সূরা ফাতিহা শরীফ উনার মধ্যে। আর এ কারণেই পবিত্র সূরা ফাতিহা শরীফ উনাকে বলা হয় উম্মুল কুরআন শরীফ। সুবহানাল্লাহ!
পবিত্র সূরা ফাতিহা শরীফ প্রতি নামাযে প্রতি রাকায়াতে পাঠ করা ওয়াজিব। উক্ত পবিত্র সূরা শরীফ উনার মধ্যে ৭ খানা পবিত্র আয়াত শরীফ রয়েছে। উক্ত প্রতিটি পবিত্র আয়াত শরীফ পবিত্র ছলাত (নামায) উনার মধ্যে পাঠ করা ওয়াজিব করা হয়েছে। সুবহানাল্লাহ! উক্ত পবিত্র সূরা শরীফ উনার মধ্যে প্রথমত যিনি খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনার বিষয়ে উল্লেখ করা হয়েছে। দ্বিতীয়ত মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিষয়ে উল্লেখ করা হয়েছে। আর তৃতীয়ত খাছভাবে ইহুদী ও নাছারা এবং আমভাবে সকল কাফির-মুশরিকদের বিষয়ে উল্লেখ করা হয়েছে। যেমন ইরশাদ মুবারক হয়েছে-
الْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ¬¬¬¬¬.الرَّحْمَنِ الرَّحِيمِ. مَالِكِ يَوْمِ الدِّينِ. عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ.اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ. صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ. غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَاالضَّالِّينَ. 
অর্থ: সমস্ত প্রশংসা মহান আল্লাহ পাক উনার জন্য যিনি সমস্ত আলম বা জাহানের সম্মানিত রব। যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। যিনি বিচার দিনের মালিক। আমরা একমাত্র আপনারই ইবাদত করি এবং আপনার কাছেই সাহায্য চাই। আপনি আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন। সে পথে পরিচালিত করুন যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন। তাদের পথ নয় অর্থাৎ তাদের পথে পরিচালিত করবেন না যারা গযবপ্রাপ্ত এবং যারা বিভ্রান্ত।
উক্ত পবিত্র সূরা শরীফ উনার প্রথম ৪ খানা পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি নিজের বিষয়ে উল্লেখ করেছেন যে, তিনি সমস্ত জাহানের সম্মানিত রব, খালিক্ব, মালিক। তিনি পরম করুণাময়, অসীম দয়ালু। তিনি বিচার দিনেরও মালিক। সেই হিসেবে উনার প্রশংসা মুবারক করতে হবে এবং উনারই ইবাদত করতে হবে এবং উনার কাছেই সাহায্য চাইতে হবে। 
অতঃপর ৫ ও ৬ নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ছিরাতুল মুস্তাক্বীম তথা মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রদর্শিত ও অনুসৃত পথে চলার জন্য দুআ মুবারক করতে বলেছেন। যেহেতু উনার প্রদর্শিত ও অনুসৃত পথই ছিরাতুল মুস্তাক্বীম। সুবহানাল্লাহ! 
এ প্রসংঙ্গে পবিত্র সূরা ইয়াছীন শরীফ উনার ৩ ও ৪ নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সর্ম্পকে ইরশাদ মুবারক করেÑ
إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ. عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
অর্থ: নিশ্চয়ই আপনি মহাসম্মানিত রসূল উনাদের অর্ন্তভুক্ত অর্থাৎ আপনি মহাসম্মানিত সাইয়্যিদুল মুরসালীন ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নিশ্চয়ই আপনি ছিরাতুল মুস্তাক্বীম উনার উপর প্রতিষ্ঠিত।
 আর মহাসম্মানিত মহাপবিত্র হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনিই কায়িনাতবাসীর জন্য নিয়ামতে উযমা তথা সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুবারক হিসেবে প্রেরিত হয়েছেন। উনার মাধ্যমেই সকলেই সর্বপ্রকার নিয়ামত মুবারক লাভ করে থাকে। সুবহানাল্লাহ!
 তাই পবিত্র সূরা মায়িদা শরীফ উনার ০৭নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেনÑ
وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ
অর্থ: আর তোমাদের প্রতি প্রদত্ত মহান আল্লাহ পাক উনার নিয়ামত মুবারক স্মরণ বা প্রকাশ করো।
 পবিত্র হাদীছ শরীফ উনার একাধিক বর্ণনার মধ্যেও মহাপবিত্র হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রদর্শিত ও অনুসৃত পথে চলার জন্য আদেশ মুবারক করা হয়েছে। 
অতঃপর শেষোক্ত তথা ৭নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের বিরোধী ও বিদ্বেষী যারা গযবপ্রাপ্ত ও বিভ্রান্ত খাছভাবে ইহুদী, নাছারা এবং আমভাবে সমস্ত কাফির ও মুশরিক তাদের প্রদর্শিত ও অনুসৃত পথে চলতে নিষেধ করেছেন।

অথচ আজ সাধারণ মুসলমান থেকে শুরু করে নামধারী আলিম-উলামা, পীর-মাশায়েখ, মুফতী-মুহাদ্দিছ, শাইখুল হাদীছ, শাইখুত তাফসীর, মুফাসসিরে কুরআন, মুরুব্বীয়ে তাবলীগ, আমীরে জামাত, ইমাম-খতীবরা পর্যন্ত সেই গযবপ্রাপ্ত ও বিভ্রান্ত- ইহুদী, নাছারা ইত্যাদি কাফির মুশরিকদের প্রদর্শিত ও অনুসৃত পথে চলছে। তারা ছোঁয়াচে বিশ্বাস করছে, জামায়াতে কাতার ফাঁক করে দাঁড়াচ্ছে, মাস্ক পরছে, শার্ট, প্যান্ট, কোট, টাই ইত্যাদি পরিধান করছে, ছবি তুলছে, টিভি-সিনেমা দেখছে, বেপর্দা চলছে, খেলাধুলা করছে, গান-বাজনা শুনছে, গণতন্ত্র-ভোট-নির্বাচন করছে। নাউযুবিল্লাহ!

#12shareef #Saiyidul_Aayaad_Shareef #সাইয়্যিদুল_আইয়াদ_শরীফ

সুন্নতি সামগ্রী সংগ্রহ করুনঃ https://sunnat.info https://fb.com/ispc12 https://fb.com/12ispc 
সরাসরি আজিমুশ শান ৬৩দিনব্যাপী মাহফিল শুনতে ভিজিট করুনঃ http://al-hikmah.net/

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট