এক অসাধারণ তাফসীর মুবারক । যা কেউ কোন দিন কল্পনাও করেনি ৷


আমরা জানি , মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন , "যখন মহান আল্লাহ পাক তিনি ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদেরকে বললেন , নিশ্চয়ই আমি যমীনে খলীফা প্রেরণ করব ; তখন ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা বললেন , আয় বারে ইলাহী ! আপনি কি এমন কওম সৃষ্টি করবেন যারা মারামারি , রক্ত প্রবাহিত করবে ? তখন মহান আল্লাহ পাক তিনি বলেন , নিশ্চয়ই আমি যা জানি আপনারা তা জানেন না । "
উক্ত আয়াত শরীফে আল্লাহ পাক তিনি যে মানবজাতিকে যমীনে পাঠাবেন সে বিষয়টি উল্লেখ করেছেন । এখানে , মানবজাতিকে খলীফা বলা হয়েছে । উল্লেখ্য যে, খলীফা বলা হয় ঐ ব্যক্তিকে যিনি কোন মহান , সম্মানিত প্রধান ব্যক্তির প্রতিনিধিত্ব করেন । তিনি রাজপ্রধান উনার কথা অনুসারে কাজ করেন । রাজপ্রধানের কাছে দেখে , শিখে উক্ত কাজের প্রতিনিধিত্ব করেন লোকদের 
মাঝে । 
এখন মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে খলীফা করে পাঠিয়েছেন । কিন্তু আমরা কীভাবে উনার প্রতিনিধিত্ব করব ? 
আমরা তো উনাকে দেখিনা । তিনি কি করেন তাও জানা নেই । আর তিনি তো সমস্ত কিছু থেকে পবিত্র , মহান !!! 
আমরা মানুষেরা যেন আল্লাহ পাক উনার প্রতিনিধিত্ব করতে পারি এ কারণে তিনি সমস্ত সৃষ্টির যিনি মূল সাইয়্যিদুল মুরসালীন , ইমামুল মুরসালীন , নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সৃষ্টি করেন । এবং উনার প্রতি স্বয়ং তিনি নিজেই সলাত পাঠ করেন । পাশাপাশি ইরশাদ মুবারক ফরমান ,"নিশ্চয়ই মহান আল্লাহ পাক এবং উনার ফেরেশতা আলাইহিমুস সালাম উনারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি সলাত পাঠ করেন । হে ঈমানদারগণ ! তোমরাও উনার প্রতি সলাত পাঠ কর এবং সালাম পেশ কর পেশ করার মত । অর্থাৎ তোমরা যথাযথ আদবের সাথে উনার ছানা সিফত বর্ণনা কর ।"
(সূরা আহযাব শরীফ-৫৬)
একমাত্র আমল যা মহান আল্লাহ পাক তিনি স্বয়ং করেন এবং বান্দাদের আদেশ দিচ্ছেন তারাও যেন করে । ্মহান আল্লাহ পাক তিনি যে আমাদেরকে খলীফা হিসেবে যমীনে পাঠালেন ; আর আমরা যদি শুধুমাত্র এই আমলটি করি তাহলে আমাদের প্রকৃত কামিয়াবী হবে । খলীফা হিসেবে কাজটি যথার্থ হবে । আর ইহা একটি মাত্র মাধ্যম যা দ্বারা আমরা আমাদের মহান রব তায়ালা উনার প্রতিনিধিত্ব করতে পারব । 
সুবহানআল্লাহ !! সুবহানআল্লাহ !! সুবহানআল্লাহ !! সুবহানআল্লাহ !! 
সুবহানআল্লাহ !! সুবহানআল্লাহ !! সুবহানআল্লাহ !! সুবহানআল্লাহ !!
সবাই লেখাটি কপি করে ছড়িয়ে দিন ।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট