ট্রলার থেকে পড়ে কলেজছাত্র নিখোঁজ

নূরানীগঞ্জের (নারায়ণগঞ্জ)  মেঘনা নদীতে ট্রলার থেকে পড়ে সেলিম মিয়া (১৭) নামে এক কলেজছাত্র নিখোঁজ হয়েছে।
আজ (০১ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় নিখোঁজ হওয়ার খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিস ও ঢাকা থেকে বিশেষজ্ঞ ডুবুরি দল দুপুর পৌনে ২ টা পর্যন্ত চেষ্টা করেও নিখোঁজ কলেজ ছাত্রের সন্ধান পায়নি।
সেলিম উপজেলার ফতেহপুর ইউনিয়নের বগাদী ব্রাহ্মণপাড়া এলাকার জামাল হোসেনের ছেলে। তিনি সরকারি সফর আলী কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন।
 চাঁদপুরের মতলব উপজেলার এক মাজারে ওরশ শেষে ট্রলারযোগে সকালে মেঘনা নদীর টেটিয়া এলাকায় পৌঁছালে ট্রলার থেকে হঠাৎ নদীতে পড়ে যান কলেজছাত্র সেলিম। পরে খবর পেয়ে আড়াইহাজার ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও ঢাকা থেকে বিশেষজ্ঞ ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযানে নামে। কিন্তু কলেজ ছাত্র সেলিমের কোনো সন্ধান পাওয়া যায়নি।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট