সন্তানের ভবিষ্যতের সাথে সাথে নিজের পারলৌকিক জীবন নিয়ে ভাবুন

মানুষ অনেক সময় নিজের জ্ঞান ও যুক্তিকে অগ্রাহ্য করে আবেগ দ্বারা চালিত হয়। যেমন নিজে না খেয়ে কষ্ট করে সঞ্চয় করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। এটা নেহায়েৎ বোকামি। খালিক্ব মালিক রব মহান আল্লাহ পাক তিনি প্রত্যেক বান্দা-প্রাণীর রুজির ব্যবস্থা করেই পৃথিবীতে পাঠিয়েছেন। সুতরাং অন্য কারো রুজির জন্য নিজের ঘুম হারাম করাটা অনর্থক। বরং সঞ্চিত অর্থ মহান আল্লাহ পাক উনার রাস্তায় ব্যয় করলে তাহা বহুগুণে ইহকাল ও পরকালে পাওয়ার প্রতিশ্রুতি মহান রাব্বুল আলামীন তিনি ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ!

আমি পৃথিবী থেকে বিদায় নিলে আমার সন্তানদের কি হবে- অনেকে এমন চিন্তা করে বিচলিত হয়ে পড়েন। কোনো এক জ্ঞানী ব্যক্তি বলেন- আপনার সন্তান কিন্তু আপনার নয়। তারা আপনার মাধ্যমে এসেছে, আপনার থেকে আসে নাই। তাদের সকল ব্যবস্থার জন্য স্বয়ং খালিক্ব মালিক রব তিনিই যথেষ্ট।

আপনাকে আপনার সন্তানের শুধু লালন-পালনের দায়িত্ব দেয়া হয়েছে; যখন সে শিশু এবং নিজে চলতে অক্ষম। সুতরাং সন্তানের চিন্তায় অধিক সময় ব্যয় না করে একটু নিজের ভবিষ্যতের চিন্তা করুন। এর বাইরে আপনার দুশ্চিন্তা শুধু বাড়াতে পারবেন- ব্যাস এতটুকুই। বুদ্ধির ব্যবহারই বুদ্ধিমানদের সঠিক কাজ।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট