সর্বোচ্চ প্রতিবাদ করতে হবে।

সার্ফিং নিয়ে বাংলাদেশে সিনেমা বানানো হয়েছে। সিনেমার নাম 'ন ডরাই' কিন্তু মোড়ক উন্মোচন করেছে "অ্যাডভেঞ্চার অব আয়েশা" নামে। (bit.ly/35T6ZRw) নাঊযুবিল্লাহ!
অর্থাৎ সিনেমার নায়িকা আয়েশা বিকিনি পড়ে সমুদ্রে সার্ফিং করবে। নাঊযুবিল্লাহ মিন যালিক! 
.
উম্মুল মুমিনীন, আম্মাজান হযরত ছিদ্দীকা আলাইহাস সালাম উনার পুতঃপবিত্র সম্মানিত নাম মুবারক উনার শানের খেলাফ করায় এদের সবাইকে আইনের সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক। এই সিনেমা মুক্তির আগেই নিষিদ্ধ ঘোষণা করা হোক। আসুন, সবাই একসাথে অনলাইনে প্রতিবাদের ঝড় তুলি।
.
কারণ আমাদের নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঈমানদার বান্দাদের পরিচয় দিয়েছেন যেভাবেঃ
"তোমাদের মধ্যে কেউ অন্যায় কাজ হতে দেখলে এবং তার হাত দিয়ে তা প্রতিহত করার সামর্থ্য থাকলে সে যেন তা নিজ হাতে প্রতিহত করে। তার সেই সামর্থ্য না থাকলে সে যেন মুখের ভাষায় তা প্রতিহত (বা প্রতিবাদ) করে। যদি মুখের ভাষায় প্রতিহত করার সামর্থ্য তার না থাকে তবে সে যেন তার অন্তরে তা প্রতিহত করে। এটা ঈমানের খুবই নিম্নস্তর।" 
★ (বুখারী ৯৫৬, মুসলিম ৪৯, তিরমিযী ২১৭২, নাসায়ী ৫০০৮-৯, আবূ দাঊদ ১১৪০, ৪৩৪০; আহমাদ ১০৬৮৯, ১০৭৬৬, ১১০৬৮, ১১১০০, ১১১২২, ১১৪৬৬; ইবনু মাজাহ ৪০১৩)

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট