প্রিয়তম নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সীরাত ও সূরত ৷

মুফতী আমিমুল ইহসান মুজাদ্দেদী রহমতুল্লাহি আলাইহি উনার বিষয়ে নতুন করে বলার কিছু নেই। মুফতী সাইয়্যেদ মুহাম্মাদ আমীমুল ইহসান বারকাতী  ছিলেন বায়তুল মুকাররম জাতীয় মসজিদের সর্বপ্রথম খতীব (১৯৬৪-১৯৭৪) ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব। তিনি ছিলেন একাধারে মুফাসসির, মুহাদ্দিস, ফকীহ ও মুফতী এবং বহু উচ্চ মানসম্পন্ন ইসলামী গ্রন্থাবলীর রচয়িতা ও সংকলক। 
উনার একখানা কিতাব হচ্ছে “প্রিয়তম নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সীরাত ও সূরত” । এ কিতাবের ১৯ পৃষ্ঠায় লেখা আছে হাবীবুল্লাহ হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূর সর্বপ্রথম সৃষ্টি করা হয়েছে। শায়েখ হযরত আব্দুল হক মুহাদ্দেছ দেহলবী রহমতুল্লাহি আলাইহি উনার রেফারেন্সে হাদীছটি ছহীহও বলা হয়েছে। সেই সাথে দলীল হিসাবে হাদীছে জাবিরও আনা হয়েছে। 

মুফতী আমিমুল ইহসান মুজাদ্দেদী রহমতুল্লাহি আলাইহি উনার উছূলে হাদীছের কিতাব পড়েই মানুষ উছূলে হাদীছ শিখে। বিরোধিরা উনার বিরুদ্ধে ফতোয়া লাগাও। বলো যে, উনি হাদীছ ও উছূলে হাদীছ জানতেন না... (!!!)

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট