➡প্রথমত তাকে একজন নেককার আল্লাহওয়ালী মেয়েকে বিবাহ করতে হবে।
➡নিজেকেও নেককার হতে হবে।
➡পিতাকে হালাল কামাই করতে হবে।
➡ মাকে অবশ্যই দ্বীনদারী, পরহেযগারীতা অবলম্বন করতে হবে।
➡উভয়কে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে।
➡উভয়েই ইবাদত-বন্দেগী, নামায-কালাম, যিকির-ফিকির, কুরআন শরীফ তিলাওয়াত, দরূদ শরীফ পাঠ ইত্যাদি নেক কাজে মশগুল থাকতে হবে।
➡ সন্তান রেহেমে থাকাবস্থায় মাকে সতর্ক থাকতে হবে। কারণ, এ সময় মা যা করেন তার তাছীর বা প্রভাব সন্তানের উপর পড়ে।
➡অতঃপর সন্তানের জন্য সুন্দর, ভাল অর্থবোধক নাম রাখতে হবে।
➡সন্তানকে দ্বীনি পরিবেশ দিয়ে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা।
➡লক্ষ্য রাখতে হবে, শুধু সন্তানকে দ্বীন শিক্ষা দিয়ে মা-বাবা যদি গাফেল থাকে তাহলে সন্তান নেক হওয়ার আশা অমূলক।