হযরত উম্মুল মু’মিনীন আল ঊলা কুবরা আলাইহাস সালাম উনার বৈশিষ্ট্য ও মর্যাদাসমূহের মধ্যে অনন্যতম একটি মর্যাদা হলো, তিনিই একমাত্র উম্মুল মু’মিনীন আলাইহাস সালাম উনার মুবারক রেহেম শরীফ-এ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একজন ব্যতিত সব ক’জন আওলাদ বা সন্তান যমীনে তাশরীফ নেন এবং উনাদের মাধ্যমে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক নছব বা বংশধারা যমীনে জারি রয়েছে। অবশ্য উনার পুত্র সন্তানগণ উনাদের মধ্যে হযরত ইবরাহীম আলাইহিস সালাম তিনি উম্মুল মু’মিনীন হযরত মারিয়া কিবতিয়া আলাইহাস সালাম উনার মাধ্যমে যমীনে আগমন করেন।
হযরত মুহাদ্দিছীন ও মুয়াররিখীনগণ উনারা এ বিষয়ে একমত যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কন্যা সন্তানগণ উনারা ছিলেন সর্বমোট চারজন। উনাদের মধ্যে প্রথম হলেন হযরত যাইনাব আলাইহাস সালাম, দ্বিতীয় হলেন হযরত রুকাইয়া আলাইহাস সালাম, তৃতীয় হলেন হযরত উম্মে কুলছূম আলাইহাস সালাম এবং চতুর্থ হলেন হযরত যাহরা আলাইহাস সালাম।
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পুত্র সন্তানগণ উনাদের সংখ্যার ব্যাপারে মতভেদ রয়েছে। উনার অন্যতম কারণ হলো, পুত্র সন্তানগণ উনারা সকলে শৈশবকালেই বিদায় নিয়েছিলেন। তবে এক্ষেত্রে অধিকাংশ আলিম উনাদের অভিমত হলো, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পুত্র সন্তানগণ উনারাও ছিলেন মোট চারজন। তন্মধ্যে তিনজন পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছিলেন উম্মুল মু’মিনীন হযরত কুবরা আলাইহাস সালাম উনার পবিত্র রেহেম শরীফ-এ এবং অপর একজন বিলাদতী শান মুবারক প্রকাশ করেছিলেন উম্মুল মু’মিনীন হযরত মারিয়া কিবতিয়া আলাইহাস সালাম উনার পবিত্র রেহেম শরীফ-এ। এই হিসেবে উম্মুল মু’মিনীন আল উলা হযরত কুবরা আলাইহাস সালাম উনার রেহেম শরীফ-এ চার বানাত ও তিন আবনা মিলে মোট সাতজন সন্তান পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেছিলেন। ছেলেদের মধ্যে প্রথম ছিলেন হযরত ক্বাসিম আলাইহিস সালাম। এই নামানুসারেই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ‘আবুল ক্বাসিম’ (হযরত ক্বাসিম আলাইহিস সালাম উনার পিতা) নামে সম্বোধিত হতেন। আন নূরুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত ক্বাসিম আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আনুষ্ঠানিক নুবুওওয়াত প্রকাশের পূর্বেই পবিত্র মক্কা শরীফ-এ পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন এবং মাত্র প্রায় দু’ বছর বয়স মুবারক-এ সেখানেই পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন।
দ্বিতীয় হলেন আন নূরুছ ছানী সাইয়্যিদুনা হযরত ত্বইয়িব আলাইহিস সালাম। তিনিও শৈশবেই পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন।
তৃতীয় হলেন আন নূরুছ ছালিছ সাইয়্যিদুনা হযরত ত্বাহির আলাইহিস সালাম। তিনিও পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করার পর শৈশবেই পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন।
চতুর্থ হলেন আন নূরুর রবি’ সাইয়্যিদুনা হযরত ইবরাহীম আলাইহিস সালাম। উনার পবিত্র বিলাদত শরীফ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মদীনা শরীফ হিজরতের পরে এবং প্রায় ১৮ মাস দুনিয়াবী হায়াত মুবারক-এ থাকার পর তিনিও শৈশবেই পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন।
উল্লেখ্য, ছেলে আলাইহিমুস সালাম উনাদের পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ উনার পর কাফিরেরা বিশেষতঃ আছ ইবনে ওয়ায়িল নূরে মুজাসসাম হাবীবুল্লাহু হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে আবতার বা নির্বংশ বলে উপহাস করতে থাকে। নাঊযুবিল্লাহ! তখন মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা ‘আল কাওছার’ নাযিল করেন- অর্থাৎ হে আমার হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! নিশ্চয়ই আপনার শত্রুরাই লেজকাটা, নির্বংশ।
এখানে স্মরণযোগ্য যে, যদিও অন্যান্য ব্যক্তির বংশধারা ছেলে সন্তানের মাধ্যমে জারি থাকার কথা বলা হয়েছে। কিন্তু আখিরী রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নছব বা বংশ মুবারক জারি থাকার বিষয়টি ব্যতিক্রম। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, আমার নছব বা বংশ মুবারক জারি থাকবে আমার মেয়ে সাইয়্যিদাতুন নিসা আন নূরুর রবি’য়াহ সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনার মাধ্যমে। অর্থাৎ উনার দু’ছেলে হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম উনার এবং হযরত ইমামুছ ছালিছ আলাইহিস সালাম উনাদের মাধ্যমে। যাঁরা উভয়ে পবিত্র জান্নাত উনার যুবকগণ উনাদের সাইয়্যিদ। উনাদের বংশদ্ভূত সন্তানগণই সাইয়্যিদ বা আওলাদে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
এছাড়া সাইয়্যিদাতুন নিসা আন নূরুর রবি’য়াহ সাইয়্যিদাতুনা হযরত যাহরা আলাইহাস সালাম উনার অন্যান্য সন্তানগণ উনাদের দ্বারা যে বংশ মুবারক জারি রয়েছে উনারা ফাতিমী নামে পরিচিত। আর সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহাস সালাম উনার অন্যান্য আলাইহিন্নাস সালাম উনাদের আওলাদগণ উনাদের মধ্যমে যে বংশ মুবারক জারি রয়েছে উনারা আলূবী নামে পরিচিত।