নেক সঙ্গ মানুষকে আল্লাহওয়ালা করে দেয়

মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন তিনি ইরশাদ মুবারক করেন, “হে ঈমানদারগণ তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় করো, আর সত্যবাদী বা আল্লাহওয়ালা উনাদের ছোহ্বত  ইখতিয়ার কর।” (পবিত্র সূরা তাওবা শরীফ: পবিত্র আয়াত শরীফ-১১৯)
কারণ ছোহ্বত বা সঙ্গ বিষয়ে বলা হয়-
الصحبة متوثرة
অর্থ: “সঙ্গ ক্রিয়া করে।”
আর তাই কোনো কবি বলেন-
صحبت صالح ترا صالح کند
صحبت طالح ترا طالح کند
অর্থ: “সৎসঙ্গ তোমাকে আল্লাহওয়ালা করে দিবে, আর অসৎ সঙ্গ করে দিবে তোমাকে অসৎ।”
এ প্রসঙ্গে কবি হযরত শায়েখ সা’দী রহমতুল্লাহি আলাইহি উনার গোলেস্তাঁ কিতাবে লিখেন-
“আমার এক বন্ধু হাম্মামখানায় আমাকে একটি সুঘ্রাণযুক্ত মাটির টুকরা দিলো, আমি সেই মাটির টুকরোকে জিজ্ঞাসা করলাম- তুমি কি মেশকে আম্বর, না আবেরী? কেননা তোমার সুঘ্রাণে আমি মাতওয়ারা হয়ে গিয়েছি। মাটি জবাব দেয়- আমি যে মাটি সেই মাটিই ছিলাম। কিন্তু আমি কিছু দিন গোলাপ ফুল গাছের সঙ্গে বা ছোহ্বতে ছিলাম, যখন গোলাপ ফুলের পাপড়ীগুলো আমার মধ্যে ঝরে পড়তো, আর তাই আমি মাটি উক্ত ফুলের ছোহ্বতে থাকার কারণে ফুলের ন্যায় সুঘ্রাণযুক্ত হয়ে যাই। নতুবা আমি মাটিই ছিলাম।” (সুবহানাল্লাহ্)
কাজেই একটি মাটির টুকরো যদি গোলাপ ফুলের ছোহ্বতে থেকে ফুলের ন্যায় সুঘ্রাণ হয়ে যেতে পারে, তবে আল্লাহওয়ালা উনাদের মুবারক ছোহ্বতে থাকলে কেন আল্লাহওয়ালা হওয়া যাবে না? অবশ্যই আল্লাহওয়ালা হওয়া যাবে।     
আর আল্লাহওয়ালা উনাদের মুবারক ছোহ্বত লাভের ফযীলত সম্পর্কে হযরত জালালুদ্দীন রুমী রহমতুল্লাহি আলাইহি তিনি ইরশাদ মুবারক  করেন
یک ز مانہ صحبت با اولیاء بہتر از صد سال طاعت بے ریا 
অর্থ: “কিছু সময় আল্লাহওয়ালা উনাদের মুবারক ছোহ্বতে থাকা, একশত বৎসরের রিয়াহীন পবিত্র নফল ইবাদতের চেয়েও উত্তম।”
আর আল্লাহওয়ালা হওয়া যাবে বলেই মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন তিনি ইরশাদ মুবারক করেন
ياايها الذين امنوا اتقو الله وكونوا مع الصادقين.
অর্থ হে ঈমানদারগণ তোমরা মহান আল্লাহ পাক উনাকে ভয় করো, আর সত্যবাদী বা আল্লাহওয়ালা উনাদের মুবারক ছোহ্বত লাভ করো। (পবিত্র সূরা তাওবা শরীফ: পবিত্র আয়াত শরীফ-১১৯)
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্য ছদিক্বীনগণের মুবারক ছোহ্বত অর্জন করতে বলার কারণ হলো- ছদিক্বীনগণ উনারা হলেন সর্বোচ্চ স্তরের আল্লাহওয়ালা। অর্থাৎ যিনি ছাদিক্ব, তিনি সর্বগুণে গুণান্বিত, তিনিই হাক্বীক্বী আলিম, ফক্বীহ্ ও আল্লাহওয়ালা উনাদের অন্তর্ভূক্ত। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি যেনো আমাদের সকলকে আল্লাহওয়ালা উনাদের ছোহবত মুবারক ইখতিয়ারের মাধ্যমে মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সন্তুষ্টি মুবারক অর্জন করার তাওফীক্ব দান করেন। আমীন।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট