রাষ্ট্রপতি আবদুল হামিদ গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাদ আছর বঙ্গভবনের দরবার হলে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানার্থে পবিত্র ঈদে মীলাদে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করেন।
প্রধান বিচারক সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), সুপ্রিম কোর্টের বিচারক, প্রতিমন্ত্রী, হাইকোর্ট বিভাগের বিচারক, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধান, মুখ্য সচিব, বিভিন্ন বিশ্বদ্যিালয়ের ভিসি, বিভিন্ন মুসলিম দেশের কূটনীতিক, সংসদ সদস্য, সিনিয়র সাংবাদিক, রাজনৈতিক নেতা, বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব এবং উর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ মাহফিলে উপস্থিত ছিলেন।
মাহফিল শেষে মোনাজাতের সময় দেশের শান্তি ও সমৃদ্ধি, জনগণের কল্যাণসহ মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্য কামনা করে মহান আল্লাহ পাক উনার দরবার শরীফে বিশেষ মোনাজাত করা হয়।
এছাড়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী শহীদগণ এবং বিভিন্ন আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেও মোনাজাত করা হয়।
১৯৭৫ সালের ১৫ আগস্টে শাহাদাৎবরণকারী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের রুহের শান্তি কামনা করেও বিশেষ মোনাজাত করা হয়।