সুন্নাতি মসলা জাতীয় খাবারসুন্নাতি_খাবার_পিঁয়াজ (الثُّومَ) ছূম ও রসুন (الْبَصَلَ) বাছাল

“হযরত মু’আবিয়াহ ইবনে কুররাহ রহমতুল্লাহি আলাইহি উনার থেকে। তিনি উনার পিতা উনার থেকে বর্ণনা করেন। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি দু’টি গাছ খেতে বারণ করেছেন। 
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি ওই গাছ দু’টো খাবে সে যেনো অবশ্যই আমাদের মসজিদে না আসে।
 নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরো ইরশাদ মুবারক করেন, তোমাদের যদি একান্তই এটা খেতে হয় তাহলে রান্না করে দূর্গন্ধ দূর করে খাও। 
বর্ণনাকারী বলেন, গাছ দু’টি হলো পিঁয়াজ ও রসুন।” (আবূ দাঊদ শরীফ: কিতাবুত ত্বয়ামা‘য়াহ: বাবু ফী আকলিছ ছূম: হাদীছ শরীফ নং ৩৮২৭)

অর্ডার করতে ক্লিক করুন : https://sunnat.info
অথবা 📞ফোন করুন +8801302945820 নম্বরে
অথবা 📫 Messenger এ আমাদের Message করুন http://m.me/ispc12

Any information please call: ☎️ ০১৭১১ ০৭ ৬৩ ৪৬
☎️ ০১৭১১ ৯৯ ১২ ৪৬

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট