মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “বান্দা-বান্দী উনাদেরকে ‘আইয়ামুল্লাহ’ শরীফ অর্থাৎ মহান আল্লাহ পাক উনার বিশেষ বিশেষ দিনগুলো স্মরণ করিয়ে দিন।” সুবহানাল্লাহ!

বাংলাদেশ পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার চাঁদ তালাশ করবে আগামী ২৯শে সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহুরিল আ’যম শরীফ মহাপবিত্র রবীউল আউয়াল শরীফ ১৪৪১ হিজরী, ২৯শে সাদিস ১৩৮৭ শামসী, ২৭শে নভেম্বর ২০১৯ খৃঃ, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দিবাগত সন্ধ্যায়। মহান আল্লাহ পাক তিনি ‘আইয়ামুল্লাহ’ শরীফ অর্থাৎ সম্মানিত বিশেষ বিশেষ দিনসমূহের কথা উল্লেখ করেছেন। আর এই সম্মানিত দিনসমূহের নিয়ামতসমূহ কখনোই পাওয়া যাবে না যদি শরয়ী পদ্ধতিতে চাঁদ দেখে সঠিক তারিখে আরবী মাস শুরু করা না হয়। তাই মহাসম্মানিত শরীয়ত অনুযায়ী প্রতি মাসে চাঁদ তালাশ করা ওয়াজিবে কিফায়া আর চাঁদের হিসাব অনুযায়ী সঠিক তারিখে আরবী মাস শুরু করা ফরয। সুবহানাল্লাহ!

পবিত্র রবীউছ ছানী শরীফ মাস হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, আওলাদে রসূল ও হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের আলোচনার মাস। সুবহানাল্লাহ! তাই, সকল দেশের সরকারসহ সকলের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- এ সম্মানিত মাস উনার চাঁদ গুরুত্ব সহকারে তালাশ করে সঠিক তারিখে মাস শুরু করা।
________________________________________

- ক্বওল শরীফ: সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম
________________________________________

যামানার লক্ষ্যস্থল ওলীআল্লাহ, যামানার ইমাম ও মুজতাহিদ, ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, ক্বইয়ূমুয যামান, জাব্বারিউল আউওয়াল, ক্বউইয়্যূল আউওয়াল, সুলত্বানুন নাছীর, হাবীবুল্লাহ, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, মাওলানা সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি ‘আইয়ামুল্লাহ’ অর্থাৎ সম্মানিত বিশেষ বিশেষ দিনসমূহের কথা উল্লেখ করেছেন। আর এই সম্মানিত দিনসমূহের নিয়ামতসমূহ কখনোই পাওয়া যাবে না যদি শরয়ী পদ্ধতিতে চাঁদ দেখে সঠিক তারিখে আরবী মাস শুরু করা না হয়। তাই সম্মানিত শরীয়ত অনুযায়ী প্রতি মাসে চাঁদ তালাশ করা ওয়াজিবে কিফায়া আর চাঁদের হিসাব অনুযায়ী সঠিক তারিখে আরবী মাস শুরু করা ফরয। সুবহানাল্লাহ!
পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার চাঁদ তালাশ করার গুরুত্ব আলোচনা কালে তিনি উপরোক্ত ক্বওল শরীফ পেশ করেন।

মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র রবীউছ ছানী শরীফ মাস হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম, আওলাদে রসূল ও হযরত আউলিয়ায়ে কিরাম রহমতুল্লাহি আলাইহিম উনাদের আলোচনার মাস। কেননা এ মুবারক মাস উনার ৩ তারিখ পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন বিনতু রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম তিনি। সুবহানাল্লাহ!

☑ ৫ তারিখ পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন সাইয়্যিদুনা ইমাম ইবনে যুন নূরাইন আলাইহস সালাম তিনি। সুবহানাল্লাহ!
☑১১ তারিখ পবিত্র বিছালী শান মুবারক প্রকাশ করেন ষষ্ঠ হিজরী শতাব্দীর মহান মুজাদ্দিদ, গাউছুল আ’যম, আওলাদে রসূল হযরত বড়পীর ছাহেব রহমতুল্লাহি আলাইহি তিনি। সুবহানাল্লাহ!
☑১২ তারিখ পবিত্র রবীউছ ছানী শরীফ উনার ১২ তারিখ পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’দাদ শরীফ অর্থাৎ ১২ই শরীফ। এ দিন কোটি কোটি কণ্ঠে পবিত্র মীলাদ শরীফ অনুষ্ঠিত হয়।
☑১৮ তারিখ সাইয়্যিদাতুনা হযরত আন নূরুছ ছানিয়াহ আলাইহাস সালাম উনার সাথে সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নিসবতে আযীম শরীফ সম্পন্ন হওয়ার দিন। সুবহানাল্লাহ! 
☑১৯ তারিখ উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আস সাবিয়া আলাইহাস সালাম উনার এবং সাইয়্যিদাতুনা হযরত নিবরাসাতুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ দিবস। সুবহানাল্লাহ!

 মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত ইমামুল উমাম আলাইহিস সালাম তিনি বলেন, বাংলাদেশ পবিত্র রবীউছ ছানী শরীফ মাস উনার চাঁদ তালাশ করবে আগামী ২৯শে সাইয়্যিদু সাইয়্যিদিশ শুহুরিল আয’ম শরীফ মহাপবিত্র রবীউল আউওয়াল শরীফ ১৪৪১ হিজরী, ২৯শে সাদিস ১৩৮৭ শামসী, ২৭শে নভেম্বর ২০১৯ খৃঃ, ইয়াওমুল আরবিয়া (বুধবার) দিবাগত সন্ধ্যায়। সেদিন চাঁদ দিগন্তরেখার ০৮ ডিগ্রী উপরে অবস্থান করবে এবং চাঁদের বয়স হবে ১৯ ঘণ্টার বেশী। সেদিন ঢাকায় সূর্যাস্ত ৫ টা ১১ মিনিটে এবং চন্দ্রাস্ত ৫ টা ৫৬ মিনিটে অর্থাৎ ৪৫ মিনিট চাঁদ আকাশে অবস্থান করে অস্ত যাবে। সেদিন চাঁদ  অবস্থান করবে ২৪২ ডিগ্রী আযিমাতে এবং সূর্যের অবস্থান থাকবে ২৪৭ ডিগ্রী  আযিমাতে। সূর্যাস্তের সময় চাঁদ ১০ ডিগ্রী কোণ করে সূর্য থেকে সরে থাকবে এবং চাঁদের ০.৭৮% আলোকিত থাকবে। যদি আকাশ যথেষ্ট পরিমাণ পরিষ্কার থাকে তবে বাংলাদেশের আকাশে পবিত্র রবীউছ ছানী শরীফ মাসের চাঁদ দেখা যেতেও পারে। তাই সকলকে অত্যন্ত সতর্কতার সাথে চাঁদ তালাশ করতে হবে।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট