“হযরত আবূ সা‘য়ীদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে এসে একজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি আরজ করলেন, আমার ভাইয়ের পেটে অসুখ হয়েছে।
তখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, উনাকে মধু পান করান। এরপর নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে উক্ত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি দ্বিতীয়বার আসলে উনাকে ইরশাদ মুবারক করলেন, উনাকে মধু পান করান। নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক খিদমতে উক্ত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তৃতীয়বার আসলে উনাকে মধু পান করানোর আদেশ মুবারক করলেন। এরপর উক্ত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি পুনরায় মুবারক খিদমতে এসে বললেন, আমি অনুরূপই করেছি।
তখন নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, মহান আল্লাহ পাক তিনি সত্য বলেছেন, কিন্তু আপনার ভাইয়ের পেট অসত্য বলছে। উনাকে মধু পান করান। উক্ত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি উনার ভাইকে মধু পান করালেন। এবার তিনি আরোগ্য লাভ করলেন।”
উপকারিতা:
বহু রোগের প্রতিষেধক হিসেবে মধু ব্যবহার করা হয়। যেমন-
১. মধু সর্দি, কাশি, জ্বর, হাপানি, হৃদরোগ, পুরনো আমাশয় এবং পেটের অসুখ নিরাময়সহ নানাবিধ জটিল রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়।
২. মধু পরিপাকে সহায়তা করে, ক্ষুধা বাড়ায়, স্মৃতিশক্তি বৃদ্ধি করে।
৩. মধু প্রিজারভেটিভ হিসেবেও কাজ করে।
৪. ক্ষত সারাতে মধু ব্যবহার করা যায়।
৫. রূপচর্চায় বিভিন্ন ভাবে মধুর ব্যবহার হয়। ব্রণ সারাতে, মুখের আদ্রতা বৃদ্ধিতে, মসৃণ করতে ইত্যাদি।
৬. ডায়াবেটিকের রোগীরাও নির্ভয়ে চিনির বিকল্প হিসেবে মধু খেতে পারে।
৭. মধু মিষ্টি হলেও এতে রক্তের সুগার বাড়ে না।
৮. মধু ও লেবুর শরবত শরীরের বাড়তি মেদ কমাতে সাহায্য করে।
৯. শিশুদের শারীরিক বিভিন্ন সমস্যায় ওষুধের চেয়ে মধু অনেক বেশি কর্যকর।
অর্ডার করতে ক্লিক করুন : https://sunnat.info
অথবা 📞ফোন করুন +8801302945820 নম্বরে
অথবা 📫 Messenger এ আমাদের Message করুন http://m.me/ispc12
Any information please call: ☎️ ০১৭১১ ০৭ ৬৩ ৪৬
☎️ ০১৭১১ ৯৯ ১২ ৪৬