পাঁচ কল্লি টুপির দ্বারা কখনোই সুন্নত আদায় হবে না। কারণ টুপির পূর্ণ সুন্নত আদায় হওয়ার জন্য টুপিটি গোল হওয়া যেরূপ শর্ত তদ্রুপ টুপিটি সবদিক থেকে মাথার সাথে লেগে থাকা এবং মাথার উপরের দিক থেকে সংকুচিত না হওয়া বরং প্রশস্ত হওয়াও শর্ত।
অথচ পাঁচ কল্লি টুপি পঞ্চ সিলাইয়ের কারণে মাথার উপরের দিক থেকে লেগে থাকে না; বরং সংকুচিত ও অপ্রশস্ত হয়ে থাকে।
তাছাড়া পবিত্র হাদীছ শরীফ উনার কোথাও উল্লেখ নেই যে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ও হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা তথা খাইরুল কুরুনের কেউ পাঁচ কল্লি টুপি পরিধান করেছেন। মূলত খইরুল কুরুনে পাঁচ কল্লি টুপির কোনো অস্তিত্ব ছিল না।
উল্লেখ্য, পাঁচ কল্লি টুপির উৎপত্তিকারক হচ্ছে- আকাবিরে দেওবন্দ। মূলত, তাদের মাধ্যমেই পাঁচ কল্লি টুপির রেওয়াজ চালু হয়।
অতএব, সুস্পষ্টভাবেই প্রমাণিত হলো যে, পাঁচ কল্লি টুপি নতুন উদ্ভুত আমল, যাকে শরীয়তে বিদ্য়াত বলা হয়। যে বিদ‘আত সম্পর্কে পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
من احدث فى امرنا هذا ماليس منه فهو رد.
“নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যে ব্যক্তি আমার এ দ্বীনের ভিতরে কোনো নতুন আমলের প্রবর্তন করবে, যার ভিত্তি এ দ্বীনের ভিতরে নেই, তা অবশ্যই পরিত্যাজ্য।” (বুখারী শরীফ, মুসলিম শরীফ, ফাতহুল বারী, উমদাতুল কারী, ইরশাদুস্ সারী, তাইসীরুল ক্বারী, শরহে কিরমানী, শরহে নববী)
তাছাড়া যেখানে পবিত্র হাদীছ শরীফ উনার দ্বারা প্রমাণিত রয়েছে, যে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি চার টুকরা বিশিষ্ট গোল সাদা টুপি ব্যবহার করেছেন, যেমন হযরত উম্মুল মু’মিনীন ছিদ্দীক্বা আলাইহাস সালাম তিনি বর্ণনা করেন,
كانت له كمة بيضاء.
অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার টুপি মুবারক ছিল গোল, সাদা। অন্য বর্ণনায় চার টুকরা বিশিষ্ট সুতি কাপড়ের কথা উল্লেখ রয়েছে।
সেখানে উক্ত টুপির আমল বা সুন্নতের খিলাফ পাঁচ কল্লি টুপির আবিষ্কার ও আমল কি করে শরীয়তসম্মত হতে পারে?
বস্তুত নতুন উদ্ভাবিত পাঁচ কল্লি টুপি ব্যবহার করার কারণে মানুষ খাছ সুন্নতের আমল থেকে নিঃসন্দেহে বঞ্চিত হবে।
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
قال رسول الله صلى الله عليه وسلم مااحدث قوم بدعة الا رفع مثلها من السنة
“সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যখনই কোনো ক্বওম বা সম্প্রদায় একটি বিদ্য়াতের উদ্ভব ঘটিয়েছে, তখনই একটি সুন্নত লোপ পেয়েছে। (আহমদ শরীফ, মিশকাত শরীফ)
অতএব, পাঁচকল্লি টুপি পরিধান করা সুন্নতের পরিপন্থী অর্থাৎ সুস্পষ্ট বিদ‘আত ও গুমরাহী। এ টুপি পরিহার করা সকলের জন্য ফরয।