“আত তাক্বউইমুশ শামসী” ব্যবহারের সাথে ঈমানের সংশ্লিষ্টতা

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-

فَاذْكُرُوْنِـىْ اَذْكُرْكُمْ وَاشْكُرُوْا لِىْ وَلَا تَكْفُرُوْنِ
অর্থ : “সুতরাং তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখবো এবং আমার কৃতজ্ঞতা প্রকাশ কর; অকৃতজ্ঞ হয়ো না।” (পবিত্র সূরা বাক্বারা শরীফ : পবিত্র আয়াত শরীফ ১৫২)

ঈসায়ী ক্যালেন্ডার তৈরি করেছে খৃস্টানদের তথাকথিত ধর্মযাজক, চরিত্রহীন, কাফির পোপ গ্রেগরী, যার একটি বিবাহ বহির্ভূত সন্তানও ছিল। তাহলে ঈসায়ী ক্যলেন্ডার ব্যবহার করলে কার স্মরণ হচ্ছে তা সহজেই অনুমেয়। ফসলী সন, ঈসায়ী সন কোনটাই মুসলমান ব্যবহার করে কাফিরদের স্মরণ করতে পারেনা।

শেয়ার করুন
পূর্ববর্তী পোষ্ট
পরবর্তী পোষ্ট