তিনি বারবার সিক্ত হয়েছেন প্রিয় নানাজান, সাইয়্যিদুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র পরশে। ধন্য হয়েছে উনার সমগ্র সত্তা। কখনো নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সওয়ারি পর্যন্ত হয়েছেন তিনি! সুবহানাল্লাহ!
💞 আহা..! কী অপূর্ব সৌভাগ্য হযরত ইমামুস ছালিছ মিন আহলু বাইতি রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার! কতবার যে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চুম্বনে ভিজেছে উনার কপাল, মাথা ও গলা! এমন সৌভাগ্য নিয়ে এই দুনিয়ায় ক’জন এসেছে...?
🌹 শৈশব কেটেছে: মায়ের স্নেহে, নানাজান ﷺ উনার কোলে কোলে, সাহাবায়ে কিরাম ও খোলাফায়ে রাশেদীন রদিয়াল্লাহু আনহুম উনাদের ছায়ায়।
🌷 বংশধারা:
🌹 মাতাজান: উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত আন-নূরুর রবী'আহ যাহরা আলাইহাস সালাম।
🌷 পিতাজান: ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররমাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম।
🕋 নানাজান: নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
🕋 নানীজান: উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল-উলা কুবরা আলাইহাস সালাম।
🌷পবিত্র বিলাদত শরীফ: ৪র্থ হিজরীর পবিত্র ৫ই শা’বান শরীফ, পবিত্র ইয়াওমুল জুমু‘আহ শরীফ।
🌷 পবিত্র আকীক্বা মুবারক ও নাম মুবারক: পবিত্র বিলাদতের সপ্তম দিন, অর্থাৎ ১১ই শা’বান শরীফ, স্বয়ং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকীক্বা মুবারক সম্পাদন করেন এবং নাম রাখেন: সাইয়্যিদুনা হযরত ইমাম ‘হুসাইন’ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ!
🌷 পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ: ৬১ হিজরীর পবিত্র ১০ই মুহররমুল হারাম শরীফ, পবিত্র ইয়াওমুল জুমু‘আহ শরীফ।
🌷 দুনিয়াবী হায়াত মুবারক: ৫৬ বছর ৫ মাস ৫ দিন।
⚔️ অথচ... ৬১ হিজরির ১০ই মুহররমুল হারাম শরীফ, পবিত্র ইয়াওমুল জুমু‘আহ শরীফ, ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে, এই মহান ইমাম আলাইহিস সালাম উনারই পবিত্র মাথা বিচ্ছিন্ন করা হলো...!!
🩸হায়! কারা তারা...? কী নির্মম, কী ঘৃণিত সেই অপজাত দল— যারা জুলুমের এমন লজ্জাজনক ইতিহাস লিখে গেলো...? তারা হল সেই ইয়াযীদ লা‘নাতুল্লাহি আলাইহি ওয়া আলা আশাবিহি! নাঊযুবিল্লাহি মিন জালিক!