মুবারক হো ২৩শে জুমাদাল উখরা শরীফ

মুবারক হো ২৩শে জুমাদাল উখরা শরীফ
❤️উম্মুল মু’মিনীন, সাইয়্যিদাতুনা হযরত আস সাবি‘য়াহ আত্বওয়ালু ইয়াদান আলাইহাস সালাম অর্থাৎ সপ্তম তম উম্মুল মু‌‌‌'মিনীন আলাইহাস সালাম উনার মহাপবিত্র সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক বা পরিচিতি মুবারক।
🕋নাম মুবারক: আত্বওয়ালু ইয়াদান সাইয়্যিদাতুনা হযরত যাইনাব বিনতে জাহাশ আলাইহাস সালাম।
🌹সম্মানিত গোত্র: বনু আসাদ।
🌹বিলাদতী শান মুবারক প্রকাশ: সম্মানিত রিসালত মুবারক প্রকাশের ২০ বছর পূর্বে ১৯শে রবীউছ ছানী শরীফ ইয়াওমুল জুমু’য়াহ।
🌹নিসবাতুল আ’যীমা শরীফ: সম্মানিত রিসালত মুবারক প্রকাশের ৮ই যিলক্বদ শরীফ ৫ম হিজরী ইয়াওমুল ইছনাইনিল আযীম।
🌹বিছালী শান মুবারক প্রকাশ: ২৩শে জুমাদাল উখরা শরীফ ২০ হিজরী শরীফ ইয়াওমুল ইছনাইনিল আযীম।
🌹সম্মানিত দুনিয়াবী হায়াত মুবারক: ৫২ বছর ২ মাস ৪ দিন।
🌹খিদমত মুবারকের আনজাম: ৫ বছর ৪ মাস ৪ দিন।

ঐতিহাসিক ২২শে জুমাদাল উখরা শরীফ। সাইয়্যিদুনা হযরত ফারুক্বে আ'যম আলাইহিস সালাম উনার খিলাফত মুবারক গ্রহণ দিবস । সুবহানাল্লাহ!

ঐতিহাসিক ২২শে জুমাদাল উখরা শরীফ। সাইয়্যিদুনা হযরত ফারুক্বে আ'যম আলাইহিস সালাম উনার খিলাফত মুবারক গ্রহণ দিবস । সুবহানাল্লাহ!
🌹এক নজরে আমিরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত পরিচিতি মুবারক-
🌹নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার মুহব্বত ঈমান এবং উনার প্রতি বিদ্বেষ পোষণ করা কুফরী।”
🌹সম্মানিত মুবারক নসবনামা: পিতা উনার দিক দিয়ে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার নবম পুরুষ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক নসবনামা উনার সাথে সংযুক্ত হয়েছেন। আর মাতা উনার দিক দিয়ে অষ্টম পুরুষ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক নসবনামা উনার সাথে সংযুক্ত হয়েছেন।
🌹পবিত্র বিলাদত শরীফ: সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাশরীফ মুবারক গ্রহণের পৌনে ১৩ বছর পর শামসী পূর্ব ৫০ সনে এবং হিজরী পূর্ব ৪০ কুরাইশ বংশের আদী গোত্রে পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। (তারীখুল খুলাফা)

🌹নাম মুবারক: হযরত ‘উমর’ আলাইহিস সালাম। 
🌹বিশেষ লক্বব মুবারক: ফারূক্বে আ’যম, আশাদ্দু ফি আমরিল্লাহ ও আশিদ্দাউ আলাল কুফফার।
🌹যেভাবে সম্বোধন মুবারক করা আদব: সাইয়্যিদুনা হযরত ফারুক্বে আ’যম আলাইহিস সালাম।
🌹সম্মানিত শাহাদাত: ২৩ হিজরী সনের ২৭শে যিলহজ্জ শরীফ ইয়াওমুস সাবত তিনি সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন।

🌹মহান আল্লাহ পাক উম্মাহকে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার মুবারক শানে সর্বোচ্চ হুযনে যন পোষণ করত উনার পবিত্র সাওয়ানেহ উমরী মুবারক হতে ইবরত নসীহত হাছিল করে তা আসলে বাস্তবায়ন করায় তাওফীক দান করুন। আমীন!