সামা শরীফ শোনা হচ্ছে সুন্নত মুবারক উনার অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ ❤️
পক্ষান্তরে, গান-বাজনা হারাম , নাযায়েজ ও কবিরা গুনাহ। নাউজুবিল্লাহ !
নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন,পানি যেমন যমীনে ঘাস উৎপন্ন করে তেমনি গান বাজনা অন্তরে মুনাফিকী পয়দা করে৷(বায়হাক্বী ফি শুয়াবিল ঈমান)
অতএব , আসুন আমরা সর্বদাই পবিত্র সামা শরীফ নিজে শোনবো ও অন্যকে শোনার ব্যবস্থা করে দিবো ।
এরই ধারাবাহিকতায় শুরু হয়েছে পবিত্র রাজারবাগ দরবার শরীফে ২ দিন ব্যাপী সামা শরীফ উনার মাহফিল। সুবহানাল্লাহ ❤️
উক্ত মাহফিলে আমরা সবাই আর্থিক ও শারীরিক ভাবে উপস্থিত হব ও খিদমতের আনজাম দেয়া সর্বোচ্চ চেষ্টা করবো । ইনশাআল্লাহ।
সম্মানিত প্রতিষ্ঠাতা পৃষ্ঠপোষক: মুজাদ্দিদে আ'যম, খলিফাতুল্লাহ, হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম ।
যোগাযোগের ঠিকানা: ৫/১ আউটার সারকুলার
রোড, রাজারবাগ শরীফ, ঢাকা -১২১৭ ।
#90DaysMahfil