📿 কার পরশ পেয়েছেন সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম?

📿 কার পরশ পেয়েছেন সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম?
তিনি বারবার সিক্ত হয়েছেন প্রিয় নানাজান, সাইয়্যিদুল মুরসালীন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র পরশে। ধন্য হয়েছে উনার সমগ্র সত্তা। কখনো নবীজী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সওয়ারি পর্যন্ত হয়েছেন তিনি! সুবহানাল্লাহ!

💞 আহা..! কী অপূর্ব সৌভাগ্য হযরত ইমামুস ছালিছ মিন আহলু বাইতি রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার! কতবার যে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চুম্বনে ভিজেছে উনার কপাল, মাথা ও গলা! এমন সৌভাগ্য নিয়ে এই দুনিয়ায় ক’জন এসেছে...?

🌹 শৈশব কেটেছে: মায়ের স্নেহে, নানাজান ﷺ উনার কোলে কোলে, সাহাবায়ে কিরাম ও খোলাফায়ে রাশেদীন রদিয়াল্লাহু আনহুম উনাদের ছায়ায়।

🌷 বংশধারা: 
🌹 মাতাজান: উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত আন-নূরুর রবী'আহ যাহরা আলাইহাস সালাম। 
🌷 পিতাজান: ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররমাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম। 
🕋 নানাজান: নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। 
🕋 নানীজান: উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল-উলা কুবরা আলাইহাস সালাম।
🌷পবিত্র বিলাদত শরীফ: ৪র্থ হিজরীর পবিত্র ৫ই শা’বান শরীফ, পবিত্র ইয়াওমুল জুমু‘আহ শরীফ। 
🌷 পবিত্র আকীক্বা মুবারক ও নাম মুবারক: পবিত্র বিলাদতের সপ্তম দিন, অর্থাৎ ১১ই শা’বান শরীফ, স্বয়ং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আকীক্বা মুবারক সম্পাদন করেন এবং নাম রাখেন: সাইয়্যিদুনা হযরত ইমাম ‘হুসাইন’ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ!
🌷 পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ: ৬১ হিজরীর পবিত্র ১০ই মুহররমুল হারাম শরীফ, পবিত্র ইয়াওমুল জুমু‘আহ শরীফ।
🌷 দুনিয়াবী হায়াত মুবারক: ৫৬ বছর ৫ মাস ৫ দিন।

⚔️ অথচ... ৬১ হিজরির ১০ই মুহররমুল হারাম শরীফ, পবিত্র ইয়াওমুল জুমু‘আহ শরীফ, ফুরাত নদীর তীরে কারবালার প্রান্তরে, এই মহান ইমাম আলাইহিস সালাম উনারই পবিত্র মাথা বিচ্ছিন্ন করা হলো...!!

🩸হায়! কারা তারা...? কী নির্মম, কী ঘৃণিত সেই অপজাত দল— যারা জুলুমের এমন লজ্জাজনক ইতিহাস লিখে গেলো...? তারা হল সেই ইয়াযীদ লা‘নাতুল্লাহি আলাইহি ওয়া আলা আশাবিহি! নাঊযুবিল্লাহি মিন জালিক!

📌 সংক্ষিপ্ত শিক্ষা: সত্য ও হক্বের পথে দৃঢ় থাকা, জুলুমের বিরুদ্ধে আপসহীন থাকা— এটাই কারবালার অমর শিক্ষা। সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি উনার শাহাদাত শুধুই কাহিনী নয়, বরং একটি আদর্শ: যেখানে দ্বীন রক্ষার জন্য জীবন উৎসর্গ করাই শ্রেষ্ঠতম সফলতা। 

এক নজরে সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত পবিত্র সাওয়ানেহ উমরী মুবারক-

এক নজরে সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত পবিত্র সাওয়ানেহ উমরী মুবারক-
🌹এক নজরে সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সংক্ষিপ্ত পবিত্র সাওয়ানেহ উমরী মুবারক-
🌷নাম মুবারক: সাইয়্যিদুনা হযরত ইমাম হুসাইন আলাইহিস সালাম।
🌷যেভাবে সম্বোধন করা আদব মুবারক: সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছালিছ মিন আহলি বাইতি রসূলিল্লাহি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
🕋নানাজান: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।
🕋নানীজান: উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আল উলা কুবরা আলাইহাস সালাম।
🌷মাতাজান: উম্মু আবীহা সাইয়্যিদাতুনা হযরত আন নূরুর রবি’য়াহ যাহরা আলাইহাস সালাম।
🌷পিতাজান: ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররমাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম।
🌷পবিত্র বিলাদত শরীফ: ৪র্থ হিজরীর পবিত্র ৫ই শা’বান শরীফ, পবিত্র ইয়াওমুল জুমু‘য়াহ শরীফ।
🌷পবিত্র আকীক্বা মুবারক ও পবিত্র নাম মুবারক: পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশের সপ্তম দিন পর অর্থাৎ পবিত্র ১১ই শা’বান শরীফ স্বয়ং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আকীক্বা মুবারক সম্পাদন করেন। আর তিনি উনার নাম মুবারক রাখেন সাইয়্যিদুনা হযরত ইমাম ‘হুসাইন’ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ!
🌷পবিত্র শাহাদাতী শান মুবারক প্রকাশ: ৬১ হিজরীর পবিত্র ১০ই মুহররমুল হারাম শরীফ, পবিত্র ইয়াওমুল জুমু‘য়াহ শরীফ।
🌷দুনিয়াবী হায়াত মুবারক: ৫৬ বছর ৫ মাস ৫ দিন।

মুবারক হো ২৩শে জুমাদাল উখরা শরীফ

মুবারক হো ২৩শে জুমাদাল উখরা শরীফ
❤️উম্মুল মু’মিনীন, সাইয়্যিদাতুনা হযরত আস সাবি‘য়াহ আত্বওয়ালু ইয়াদান আলাইহাস সালাম অর্থাৎ সপ্তম তম উম্মুল মু‌‌‌'মিনীন আলাইহাস সালাম উনার মহাপবিত্র সংক্ষিপ্ত সাওয়ানেহ উমরী মুবারক বা পরিচিতি মুবারক।
🕋নাম মুবারক: আত্বওয়ালু ইয়াদান সাইয়্যিদাতুনা হযরত যাইনাব বিনতে জাহাশ আলাইহাস সালাম।
🌹সম্মানিত গোত্র: বনু আসাদ।
🌹বিলাদতী শান মুবারক প্রকাশ: সম্মানিত রিসালত মুবারক প্রকাশের ২০ বছর পূর্বে ১৯শে রবীউছ ছানী শরীফ ইয়াওমুল জুমু’য়াহ।
🌹নিসবাতুল আ’যীমা শরীফ: সম্মানিত রিসালত মুবারক প্রকাশের ৮ই যিলক্বদ শরীফ ৫ম হিজরী ইয়াওমুল ইছনাইনিল আযীম।
🌹বিছালী শান মুবারক প্রকাশ: ২৩শে জুমাদাল উখরা শরীফ ২০ হিজরী শরীফ ইয়াওমুল ইছনাইনিল আযীম।
🌹সম্মানিত দুনিয়াবী হায়াত মুবারক: ৫২ বছর ২ মাস ৪ দিন।
🌹খিদমত মুবারকের আনজাম: ৫ বছর ৪ মাস ৪ দিন।

ঐতিহাসিক ২২শে জুমাদাল উখরা শরীফ। সাইয়্যিদুনা হযরত ফারুক্বে আ'যম আলাইহিস সালাম উনার খিলাফত মুবারক গ্রহণ দিবস । সুবহানাল্লাহ!

ঐতিহাসিক ২২শে জুমাদাল উখরা শরীফ। সাইয়্যিদুনা হযরত ফারুক্বে আ'যম আলাইহিস সালাম উনার খিলাফত মুবারক গ্রহণ দিবস । সুবহানাল্লাহ!
🌹এক নজরে আমিরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার সংক্ষিপ্ত পরিচিতি মুবারক-
🌹নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, “সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার মুহব্বত ঈমান এবং উনার প্রতি বিদ্বেষ পোষণ করা কুফরী।”
🌹সম্মানিত মুবারক নসবনামা: পিতা উনার দিক দিয়ে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার নবম পুরুষ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক নসবনামা উনার সাথে সংযুক্ত হয়েছেন। আর মাতা উনার দিক দিয়ে অষ্টম পুরুষ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক নসবনামা উনার সাথে সংযুক্ত হয়েছেন।
🌹পবিত্র বিলাদত শরীফ: সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার তাশরীফ মুবারক গ্রহণের পৌনে ১৩ বছর পর শামসী পূর্ব ৫০ সনে এবং হিজরী পূর্ব ৪০ কুরাইশ বংশের আদী গোত্রে পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন। (তারীখুল খুলাফা)

🌹নাম মুবারক: হযরত ‘উমর’ আলাইহিস সালাম। 
🌹বিশেষ লক্বব মুবারক: ফারূক্বে আ’যম, আশাদ্দু ফি আমরিল্লাহ ও আশিদ্দাউ আলাল কুফফার।
🌹যেভাবে সম্বোধন মুবারক করা আদব: সাইয়্যিদুনা হযরত ফারুক্বে আ’যম আলাইহিস সালাম।
🌹সম্মানিত শাহাদাত: ২৩ হিজরী সনের ২৭শে যিলহজ্জ শরীফ ইয়াওমুস সাবত তিনি সম্মানিত শাহাদাতী শান মুবারক প্রকাশ করেন।

🌹মহান আল্লাহ পাক উম্মাহকে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার মুবারক শানে সর্বোচ্চ হুযনে যন পোষণ করত উনার পবিত্র সাওয়ানেহ উমরী মুবারক হতে ইবরত নসীহত হাছিল করে তা আসলে বাস্তবায়ন করায় তাওফীক দান করুন। আমীন!

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘তোমরা মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার গোলামী মুবারক করো, উনাকে সম্মান করো ও উনার ছানা—ছিফত মুবারক বা আলোচনা মুবারক করো সকাল—সন্ধ্যা অর্থাৎ দায়েমীভাবে।’ সুবহানাল্লাহ!

মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, ‘তোমরা মহাসম্মানিত ও মহাপবিত্র রসূল পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার গোলামী মুবারক করো, উনাকে সম্মান করো ও উনার ছানা—ছিফত মুবারক বা আলোচনা মুবারক করো সকাল—সন্ধ্যা অর্থাৎ দায়েমীভাবে।’ সুবহানাল্লাহ!
মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব, নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র সাওয়ানেহ উমরী মুবারক বা মহাপবিত্র জীবনী মুবারক জানা ও বেশি বেশি সর্বত্র আলোচনা করা এবং প্রতিক্ষেত্রে উনাকে পরিপূর্ণরূপে অনুসরণ—অনুকরণ করার মাধ্যমে দায়িমীভাবে অনন্তকালব্যাপী মহাসম্মানিত ও মহাপবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করা ফরয।

আর মুসলিম—অমুসলিম সব সরকারের জন্য দায়িত্ব—কর্তব্য হচ্ছে— সমস্ত পাঠ্যপুস্তকে অর্থাৎ মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সর্বপ্রকার শিক্ষাপ্রতিষ্ঠানের সিলেবাসে উনার পবিত্র জীবনী মুবারক অবশ্যই অন্তর্ভুক্ত করা এবং দায়িমীভাবে পবিত্র সাইয়্যিদুল আ’ইয়াদ শরীফ জারী করা।

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ছাহিবু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ ও মহাসম্মানিত ও মহাপবিত্র হাদীছ শরীফ উনাদের অনেক পবিত্র আয়াত শরীফ ও পবিত্র হাদীছ শরীফ দ্বারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক আলোচনা করা এবং উনার অনুসরণ—অনুকরণ মুবারক করা ফরয সাব্যস্ত। মহান আল্লাহ পাক উনার মা’রিফত—মুহব্বত ও উনার রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের উভয়ের রেযামন্দি মুবারক হাছিলের প্রধান ও একমাত্র মাধ্যম— নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাপবিত্র সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক জানা ও বেশি বেশি আলোচনা করা এবং উনাকে পরিপূর্ণভাবে সূক্ষ্মাতিসূক্ষ্ম, পুঙ্খানুপুঙ্খ অনুসরণ—অনুকরণ করা। কেননা তিনিই হচ্ছেন জিন—ইনসানসহ সকল মাখলুকাতের জন্য অনুসরণীয় ও অনুকরণীয় এবং উত্তম আদর্শ মুবারক। সুবহানাল্লাহ!

আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন, “আমার মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলে দিন, যদি তোমরা মহান আল্লাহ পাক উনাকে মুহব্বত কর বা মহান আল্লাহ পাক উনার মুহব্বত হাছিল করতে চাও, তবে তোমরা আমার অনুসরণ কর। তাহলেই মহান আল্লাহ পাক তিনি তোমাদের মুহব্বত করবেন এবং তোমাদের গুনাহখাতা ক্ষমা করবেন। আর মহান আল্লাহ পাক তিনি অত্যধিক ক্ষমাশীল ও দয়ালু।” সুবহানাল্লাহ!
আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, অর্থাৎ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে যারা অনুসরণ—অনুকরণ করবে না মহান আল্লাহ পাক তিনি তাদেরকে মুহব্বত ও ক্ষমা করবেন না এবং তাদের প্রতি দয়ালু ও ক্ষমাশীলও হবেন না; বরং তারা জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ! এ প্রসঙ্গে মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, “আমার প্রত্যেক উম্মত জান্নাতে প্রবেশ করবে, একমাত্র তারা ব্যতীত যারা আমাকে অস্বীকার করেছে। জিজ্ঞাসা করা হলো— কে আপনাকে অস্বীকার করলো ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম? নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি বলেন যে, যারা আমাকে অনুসরণ করেছে, তারা জান্নাতে যাবে, আর যারা আমাকে অনুসরণ করেনি তারা আমাকে অস্বীকার করেছে (তারা জাহান্নামী হবে)।” নাউযুবিল্লাহ!

আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, সম্মানিত হাম্বলী মাযহাব উনার ইমাম ও প্রতিষ্ঠাতা, ইমামুল মুহাদ্দিছীন, ফখরুল ফুক্বাহা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহি তিনিসহ সকলেই ফতওয়া দিয়েছেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পরিপূর্ণ বা সূক্ষ্মাতিসূক্ষ্ম, পুঙ্খানুপুঙ্খ অনুসরণ—অনুকরণ করা সকলের জন্যই ফরয। যেহেতু তিনি জিন—ইনসানসহ সকল মাখলুকাতের জন্যই প্রেরিত হয়েছেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন, “আমার মহাসম্মানিত হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি বলুন, আমি তোমাদের সকলের জন্যই রসূল হিসেবে প্রেরিত হয়েছি।” সুবহানাল্লাহ!

আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মহাপবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, ইলম হচ্ছেন আমলের ইমাম। অর্থাৎ উনার পবিত্র সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক জানা থাকলেই মূলত উনাকে পরিপূর্ণভাবে সম্মান করা ও অনুসরণ, অনুকরণ করা সম্ভব। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি জিন—ইনসানসহ সকল মাখলুকাতের জন্য রসূল হিসেবে প্রেরিত হয়েছেন। জিন—ইনসানসহ সকল মাখলুকাতের জন্যই উনাকে পরিপূর্ণভাবে অনুসরণ—অনুকরণ করা ফরয। আর সেজন্য উনার বরকতময় মহাপবিত্র সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক পড়া ও জানা এবং বেশি বেশি সর্বত্র ও দায়েমীভাবে আলোচনা করা জিন—ইনসানসহ সকল মাখলুকাতের জন্য ফরয। তাই সরকারের জন্যও সমস্ত পাঠ্যপুস্তকে অর্থাৎ মাদরাসা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়সহ সর্বপ্রকার শিক্ষাপ্রতিষ্ঠানের সিলেবাসে উনার পবিত্র সাওয়ানেহ উমরী বা জীবনী মুবারক অন্তর্ভুক্ত করাও ফরয।